মোহাম্মদ মোহসীন, নলছিটি।।
ঝালকাঠির নলছিটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউদ্দিন হায়দার স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিতবিএনপির ধর্ম বিষয়ক উপদেষ্টা ও ঝালকাঠি-১ আসনের মনোনীত প্রার্থী মোঃ রফিকুল ইসলাম জামাল এবং ঝালকাঠি-২ আসনের মনোনীত প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।
এছাড়া উপস্থিত ছিলেন নলছিটি, উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান খান হেলাল, পৌর বিএনপির সভাপতি মজিবুর রহমানসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মী। অনুষ্ঠানে নেতারা বক্তব্য রাখেন এবং বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার দেশের গণতন্ত্র ও উন্নয়নে অবদানের কথা স্মরণ করেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীদের মাঝে গভীর শ্রদ্ধা লক্ষ্য করা গেছে।


