ইবি প্রতিনিধি:
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাদাদলের আহ্বায়ক ও ইউট্যাবের কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান স্বাক্ষর করেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ইউট্যাব) কর্তৃক বিশ্ববিদ্যালয়ে শোক বইয়ে স্বাক্ষর কর্মসূচির আয়োজন করা হয়।
স্বাক্ষর প্রদানকালে উপস্থিত ছিলেন ইবির গ্রন্থাগারিক খন্দকার আব্দুল মজিদ, তোজাম্মেল হক মণ্ডল ও ওয়াযেদ হোসেনসহ অন্যরা। শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সংক্ষিপ্ত দোয়ার আয়োজন করা হয়।
এ শোক বইয়ে স্বাক্ষর করেন প্রো- ভিসি অধ্যাপক ড. এম এয়াকুব আলী, ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, অধ্যাপক ড. রশিদুজ্জামানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা- কর্মচারী ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
সাদাদলের আহ্বায়ক অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতার সংরক্ষণ ও গণতন্ত্রের জন্য মরহুমা বেগম খালেদা জিয়া চার দশক ধরে সংগ্রাম করেছেন এবং বাংলাদেশের মানুষের জন্য আপোশহীন নেতৃত্ব দিয়েছেন। শুধুমাত্র বাংলাদেশের ক্ষেত্রে নয়, তিনি তৃতীয় বিশ্বের জন্য বেগম খালেদা জিয়া একজন স্টার। আল্লাহ তাঁকে জান্নাতবাসী করুক।’


