দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ

ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসন বন্ধ এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে ফিরিয়ে দেওয়ার দাবিতে যশোরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট। রোববার বিকেলে যশোর প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদী কর্মসূচি পালিত হয়।

গণতান্ত্রিক যুক্তফ্রন্ট যশোর জেলার সমন্বয়ক হাচিনুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা ও জেলা সম্পাদক তসলিম উর রহমান, সিপিবি যশোর জেলা সভাপতি মাহবুব রহমান মজনু, বাসদ যশোর জেলার অন্যতম নেতা আলাউদ্দিন, ছাত্র ইউনিয়ন যশোর জেলা সভাপতি রাশেদ খান প্রমুখ। সমাবেশে নেতৃবৃন্দ ভেনেজুয়েলায় মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকার তীব্র নিন্দা জানান।

এসময় বক্তারা বলেন, মার্কিন সাম্রাজ্যবাদী শক্তি সারাবিশ্বে তাদের শক্তির অপব্যবহার করে আসছে। ভেনেজুয়েলায় যে ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে তা রীতিমতো উদ্বেগজনক। এটাকে এক কথায় অপহরণ করা বলতে হয়। একটা স্বাধীন দেশের ভূখন্ডে ডুকে সে দেশের সরকার প্রধানকে সামরিক অভিযান চালিয়ে উঠিয়ে আনা অমানবিকতা ও স্বেচ্ছাচারিতা।

বক্তারা আরও বলেন, কোনো নিয়ম-নীতি বা আইন-কানুনের তোয়াক্কা না করে ট্রাম্প প্রশাসন যা করেছে, তার বিরুদ্ধে বিশ্বব্যাপী ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানানো উচিত। তাঁরা অভিযোগ করেন, যেখানেই খনিজ সম্পদ আছে, সেখানেই যুক্তরাষ্ট্র ‘শান্তি প্রতিষ্ঠা’ করতে চলে যায়। ভেনেজুয়েলায় প্রায় ৩০৩ বিলিয়ন ব্যারেল তেল মজুদ রয়েছে।

বর্তমান প্রেসিডেন্ট মাদুরো-এর অপরাধ ছিল তিনি যুক্তরাষ্ট্রকে তাঁর দেশ থেকে তেল লুটপাট করতে বাধা দিয়েছিলেন এবং মার্কিন লুটেরাদেরকে দেশ থেকে বের করে দিয়েছিলেন। এই কারণেই তাঁকে ইরাকের সাদ্দামের মতো পরিণতি বরণ করতে হলো। এই কুখ্যাত সন্ত্রাসী, লুণ্ঠনকারী যুক্তরাষ্ট্রের পতন না হওয়া পর্যন্ত বিশ্বে শান্তি ফিরে আসবে না।

সারা পৃথিবীর সকল অশান্তির মূল এই যুক্তরাষ্ট্র। বক্তারা অবিলম্বে মাদুরো ও তাঁর স্ত্রীকে ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানান। সাথে সাথে বাংলাদেশে মার্কিন চরদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করারও দাবি করেন তারা। সমাবেশ শেষে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version