দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

মো. জসিউর রহমান, টাঙ্গাইল টাঙ্গাইলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয় দিনে ৪টি আসনের মোট ১৯ জন প্রার্থী মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। টাঙ্গাইল জেলার মোট ৮টি আসনের ২৮ জন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করেছে। আজ শনিবার ৩ জানুয়ারি সকাল দশটা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত জেলা প্রশাসক ও রির্টানিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শরীফা হক  মনোনয়ন পত্র বাতিল ঘোষনা করেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, জেলা সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মাদ তাজুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক ও রির্টানিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, টাঙ্গাইল-৫ (সদর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের খন্দকার জাকির হোসেন, গণসংহতি আন্দোলনের ফাতেমা আক্তার বিথী, বাংলাদেশ সুপ্রিম পার্টির হাসরত খান ভাসানী, খেলাফত মজলিস হাসানাত আল আমিন ও স্বতন্ত্র প্রার্থী মো: সানোয়ার হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। 

এদিকে বিএনপির মনোনীত প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু, জামায়েত ইসলামীর প্রার্থী আহসান হাবীব, বিএনপির বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) এডভোকেট ফরহাদ ইকবাল ও জাতীয় পার্টির মোজাম্মেল হক সহ ৬ জনের মনোনয়ন পত্র গৃহীত হয়। টাঙ্গাইল-৬ (নাগরপুর ও দেলদুয়ার ): আসনে মোট ১২ জন প্রার্থীর মধ্যে ৫ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এরা হলেন স্বতন্ত্র প্রার্থী জুয়েল সরকার, রিপন মিয়া,শরিফুল ইসলাম, সাইফুর রহমান ও জাতীয় পার্টির মোঃ মামুনুর রহিম।

এ ছাড়া বিএনপির মনোনীত প্রার্থী রবিউল আউয়াল লাভলু, জামায়েত ইসলামীর এ কে এম আব্দুল হামিদ, গণধিকার পরিষদের মোহাম্মদ কবির হোসেন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ আখি নূর মিয়া সহ ৭ জনের মনোনয়নপত্র গৃহীত হয়। টাঙ্গাইল-৭ (মির্জাপুর): আসনে ৬ জন প্রার্থীর মধ্যে ৩ জনের প্রার্থিতা বাতিল হয়েছে। এরা হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের এটিএম রেজাল্ট করীম আল রাজি, স্বতন্ত্র প্রার্থী ফিরোজ হায়দার খান, খেলাফত মজলিসের মোঃ আবু তাহের।

এ ছাড়া বিএনপির প্রার্থী আবুল কালাম সিদ্দিকী, জামায়েত ইসলামীর প্রার্থী আব্দুল্লাহ ইবনে আবুল হোসেন, বাংলাদেশ রিপাবলিকান পার্টির মো: তোফাজ্জল হোসেন এর মনোনয়ন পত্র গৃহীত হয়েছে। টাঙ্গাইল-৮ (বাসাইল ও সখিপুর ): আসনে ১০ জন প্রার্থীর মধ্যে ৬ জনের প্রার্থিতা বাতিল হয়েছে। এরা হলেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কাস পার্টির আওয়াল মাহমুদ, স্বতন্ত্র প্রার্থী আবুল ফজল মাহমুদুল হক,  এস এম হাবিবুর রহমান, হাবিবুর রহমান কামাল,  আমজনতা দলের মো: আলমগীর হোসেন, খেলাফত মজলিসের মোঃ শহিদুল ইসলাম।

এছাড়া বিএনপির প্রার্থী অ্যাডভোকেট আহমেদ আযম খান, স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর, জাতীয় পার্টির মোহাম্মদ নাজমুল হাসান ও জামায়েত ইসলামীর মোঃ শফিকুল ইসলাম খান। টাঙ্গাইল জেলা প্রশাসক (ডিসি) ও জেলা রিটার্নিং কর্মকর্তা শরিফা হক বলেন,আজ দ্বিতীয় ধাপে ৪টি সংসদীয় আসনের প্রার্থীদের মনোনয়ন বাছাই করা হয়েছে। এতে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে তথ্যের গড়মিল ও নানা কারণে ১৯ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version