দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

মাহমুদুল হাসান মান্না প্রতিনিধি:

মদন, নেত্রকোনা ০৩ জানুয়ারি ২০২৬ ​নেত্রকোনার মদনে পূর্ব বিরোধের জেরে আলী আকবর নামের এক কৃষকের বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। শুক্রবার (০২ জানুয়ারি) বিকেলে উপজেলার তিয়শ্রী ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ৩ জন আহত হয়েছেন। ​আহতদের অবস্থা: হামলায় গুরুতর আহত হয়েছেন কৃষক আলী আকবর (৫৫) ও তার ভাতিজা পলাশ মিয়া (২০)।

আলী আকবরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে, প্রতিপক্ষের ইব্রাহিম নামের একজন আহত হয়ে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ​ঘটনার প্রেক্ষাপট: স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ২০০৭ সালে ভবানীপুর গ্রামে ‘স্বাবলম্বী উন্নয়ন সমিতি’র একটি রিসোর্ট সেন্টার নির্মাণের জন্য আলী আকবর জমি প্রদান করেন।

বছরখানেক পর সমিতির কার্যক্রম বন্ধ হয়ে গেলে আলী আকবর ওই ঘরে বসবাস শুরু করেন এবং মালিকানা ফিরে পেতে আদালতে মামলা করেন, যা বর্তমানে বিচারাধীন। ​তাজা উত্তেজনার সূত্রপাত হয় শুক্রবার বিকেলে। হাওরে পানি উন্নয়ন বোর্ডের একটি রাস্তা কাটা নিয়ে আলী আকবরের সাথে প্রতিপক্ষের ইব্রাহিম মিয়ার বাকবিতণ্ডা হয়। এর জের ধরেই পরবর্তীতে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আলী আকবরের বসতবাড়িতে হামলা ও লুটপাট চালানো হয় বলে অভিযোগ উঠেছে। ​

অভিযোগ ও পাল্টা অভিযোগ: আহত আলী আকবরের বড় ভাই হাবিবুর রহমান বলেন, “আমার ভাই বাড়িতে থাকা অবস্থায় হঠাৎ তারা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় এবং ঘরবাড়ি ভাঙচুর করে মালামাল লুট করে নেয়। আমরা এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু বিচার চাই।” ​তবে প্রতিপক্ষের আঙ্গুর মিয়া ভাঙচুরের অভিযোগ অস্বীকার করে বলেন,আলী আকবর সমিতির ঘর অবৈধভাবে দখল করে আছেন।

শুক্রবার তিনি সরকারি রাস্তা কাটার চেষ্টা করলে বাধা দেওয়ায় আমাদের লোক ইব্রাহিমকে আঘাত করেন।” ​আইনি পদক্ষেপ: এ ঘটনায় শনিবার (০৩ জানুয়ারি) আহত আলী আকবরের ছেলে হুমায়ুন কবির বাদী হয়ে ইব্রাহিম, আঙ্গুর মিয়া ও নূরুল আলমসহ ১১ জনের নাম উল্লেখ করে মদন থানায় একটি মামলা দায়ের করেছেন। ​পুলিশের বক্তব্য: মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলা রুজু করা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version