মাহমুদুল হাসান মান্না প্রতিনিধি:
নেত্রকোনা ০৩ জানুয়ারি ২০২৬ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা জেলার পাঁচটি সংসদীয় আসনেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার (০৩ জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাচাই-বাছাই শেষে এই ঘোষণা দেওয়া হয়। জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, দাখিলকৃত হলফনামা ও প্রয়োজনীয় নথিপত্র পর্যালোচনা করে বিএনপির পাঁচজন প্রার্থীর মনোনয়নই সঠিক ও বৈধ পাওয়া গেছে।
মনোনয়ন বৈধ হওয়া প্রার্থীরা হলেন: নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর): ব্যারিস্টার কায়সার কামাল (বিএনপির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক)। নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা): ডাক্তার আনোয়ারুল হক। নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া): ডক্টর রফিকুল ইসলাম হিলালী। নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী): লুৎফুজ্জামান বাবর (সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী)। নেত্রকোনা-৫ (পূর্বধলা): আলহাজ্ব আবু তাহের তালুকদার।
জেলায় বিএনপির সকল প্রার্থীর মনোনয়ন বৈধ হওয়ায় নেত্রকোনা জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের মাঝে আনন্দ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। জেলা বিএনপির নেতৃবৃন্দ এই সিদ্ধান্তকে দলের জন্য ইতিবাচক এবং তৃণমূলের জন্য অনুপ্রেরণা হিসেবে দেখছেন।
নেতাকর্মীরা জানান, দীর্ঘ সময় পর জেলার প্রতিটি আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থীরা নির্বাচনী লড়াইয়ে থাকায় সাধারণ ভোটারদের মাঝেও প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ থাকলে জেলার পাঁচটি আসনেই ধানের শীষের জয় সুনিশ্চিত হবে বলে তারা মনে করছেন


