ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি :
যখন নতুন বছরের আগমনে চারপাশ মুখর থাকে আতশবাজির শব্দে, আলোঝলমলে ফানুস আর উৎসবের হৈ-হুল্লোড়ে ঠিক সেই সময় সম্পূর্ণ ভিন্ন এক মানবিক বার্তা নিয়ে নতুন বছরকে বরণ করে নিল স্বেচ্ছাসেবী সংগঠন ক্লিন আপ ভালুকা। আনন্দ উদযাপনের প্রচলিত ধারার বাইরে গিয়ে সংগঠনটি বেছে নেয় মানবতা, সহানুভূতি ও দায়িত্ববোধের পথ। ৩১ ডিসেম্বর মধ্যরাতে, বছরের শেষ প্রহরে ও নতুন বছরের প্রথম মুহূর্তে ক্লিন আপ ভালুকার সদস্যরা ময়মনসিংহের ভালুকা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ঘুরে ঘুরে শীতার্ত ভাসমান ও ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। ভালুকা বাসস্ট্যান্ড, ওভারব্রিজ, বাজার এলাকা, থানার মোড়সহ জনসমাগমপূর্ণ স্থানে পরিচালিত হয় এই ব্যতিক্রমধর্মী মানবিক কর্মসূচি।
তীব্র শীতে খোলা আকাশের নিচে রাত কাটানো মানুষদের হাতে যখন একটি করে কম্বল তুলে দেওয়া হচ্ছিল, তখন সেটি ছিল কেবল শীতবস্ত্র বিতরণ নয় ছিল ভালোবাসা, সম্মান ও সহমর্মিতার এক নিঃশব্দ ঘোষণা। আতশবাজির বিকট শব্দের পরিবর্তে মানবিক স্পর্শের উষ্ণতায় নতুন বছরের সূচনা করাই ছিল এই উদ্যোগের মূল দর্শন। এ সময় ক্লিন আপ ভালুকার সদস্যরা বলেন, “নতুন বছর উদযাপনের প্রকৃত আনন্দ আতশবাজি বা ফানুসে নয়, বরং সমাজের অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর মধ্যেই নিহিত।
আমরা বিশ্বাস করি, মানবতার আলোয় উদযাপিত একটি মুহূর্তই নতুন বছরের সবচেয়ে সুন্দর সূচনা হতে পারে।” তারা আরও বলেন, “নতুন বছরের প্রথম প্রহরে আমরা চেয়েছি উষ্ণতা ও ভালোবাসা ভাগ করে নিতে। আতশবাজির আলো ক্ষণস্থায়ী হলেও মানবতার আলো দীর্ঘস্থায়ী এই বার্তাই আমরা দিতে চেয়েছি।” উল্লেখ্য, ২০১৯ সাল থেকে ‘পরিচ্ছন্ন মানসিকতা, পরিচ্ছন্ন বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে ক্লিন আপ ভালুকা ভালুকা উপজেলায় নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে।
পরিচ্ছন্ন পরিবেশ গড়ার পাশাপাশি মানবিক মূল্যবোধসম্পন্ন একটি সচেতন সমাজ গঠনের লক্ষ্যে সংগঠনটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নতুন বছরের প্রথম মুহূর্তে ক্লিন আপ ভালুকার এই ব্যতিক্রমী উদ্যোগ স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনেকেই মনে করছেন, উৎসব উদযাপনের নামে অপচয় নয় মানবিক কাজে সম্পৃক্ত হওয়ার এমন দৃষ্টান্ত সমাজে ইতিবাচক পরিবর্তনের অনুপ্রেরণা হয়ে থাকবে। মানবতা, দায়িত্ববোধ ও সহানুভূতির মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানানোর এই প্রয়াস নিঃসন্দেহে একটি অনুকরণীয় উদাহরণ, যা আমাদের উৎসবচর্চাকে নতুন করে ভাবতে শেখায়।


