বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আটপাড়া উপজেলা ওলামা দলের উদ্যোগে বিশেষ দোয়া ও কোরআন তেলোয়াত আটপাড়া
(নেত্রকোনা) প্রতিনিধি : বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে উপজেলা ওলামা দলের উদ্যোগে উপজেলার বিএনপির দলীয় কার্যালয়ে মঙ্গলবার বিকাল ৪ টায় বিশেষ দোয়া ও কোরআন তেলোয়াত অনুষ্ঠিত হয়|
এতে উপস্থিত ছিলেন আটপাড়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুম চৌধুরী, সাবেক জেলা বিএনপির সহ-শিল্প বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন তালুকদার, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ওমর হাসান রূপন, যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল হাসান মিল্টন, উপজেলা ওলামা দলের সভাপতি ইয়াসিন আরাফাত, সাধারণ সম্পাদক আবুল বাশার সুমন, মৎসজীবীদলের আহবায়ক মোহন চৌধুরী, সদস্য সচিব নূর মোহাম্মদ, সাবেক ছাত্র নেতা রাসেল তালুকদার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব টিটুভুইয়া,। প্রতিনিধি নেত্রকোনা আটপাড়া মোঃ রফিকুল ইসলাম


