স্টাফ রিপোর্টার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ রিটার্নিং কর্মকর্তা নিকট মনোনয়নপত্র জমা দিয়েছেন। সুনামগঞ্জ ১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী করে কামরুজ্জামান কামরুল। অপর কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপি সাবেক সহ সভাপতি আনিসুল হক। জামায়তে ইসলামের মনোনীত প্রার্থী ও সুনামগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা তোফায়েল আহমেদ খান।
সুনামগঞ্জ -২ (দিরাই ও শাল্লা) আসনে দলীয় মনোনয়ন প্রাপ্ত জেলা বিএনপির সাবেক উপদেষ্টা যুক্তরাজ্য প্রবাসী তাহির রায়হান চৌধুরী পাভেল। জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাড শিশীর মনির, জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মাওলানা সুয়েব আহমদ চৌধুরী। সিপিবি’র মনোনীত প্রার্থী অ্যাড নিরঞ্জন দাস খোকন, সুনামগঞ্জ ৩ আসনে যুক্তরাজ্য বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ।
খেলাফত মজলিসের কেন্দ্রীয নায়েবে আমীর অ্যাড মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেন, সুনামগঞ্জ ৪ (সদর বিশ্বম্ভপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাড. নুরুল ইসলাম নুরুল, স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জয়নুল জাকেরীন, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে অ্যাডভোকেট নাজমুল হুদা হিমেল, সুনামগঞ্জ -৫ আসনে (ছাতক-দোয়ারা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন আহমদ মিলন, সুনামগঞ্জ-৫ (ছাতক ও দোয়ারাবাজার) আসনে মো. জাহাঙ্গীর আলম।

