ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
মানবাধিকার রক্ষা ও মানবিক সেবার বাস্তব প্রয়োগে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান এইড এন্ড ট্রাস্ট ইন্টারন্যাশনাল। সংস্থাটির ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে তীব্র শীতের মধ্যে জেলার অন্তত পাঁচটি উপজেলায় কয়েকশ’ শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মানবিক এই কার্যক্রমটি সম্পন্ন হয় হিউম্যান এইড এন্ড ট্রাস্ট ইন্টারন্যাশনাল ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক সাদিকুর রহমান পাভেল-এর সার্বিক তত্ত্বাবধানে। তাঁর নেতৃত্বে সংগঠনের স্বেচ্ছাসেবকরা কনকনে ঠান্ডার মধ্যেও প্রত্যন্ত এলাকায় ছুটে গিয়ে দুস্থ মানুষের হাতে কম্বল ও শীতবস্ত্র তুলে দেন।
সাদিকুর রহমান পাভেল বলেন, “মানবাধিকার রক্ষা মানে শুধু দাবি জানানো বা বক্তব্য দেওয়া নয়। মানুষের মৌলিক চাহিদা নিশ্চিত করাই মানবাধিকারের প্রকৃত চর্চা। শীতের রাতে একটি কম্বল হয়তো সব সমস্যার সমাধান নয়, কিন্তু এটি একজন অসহায় মানুষকে বেঁচে থাকার সাহস দেয় এটাই আমাদের কাজের মূল অনুপ্রেরণা।” তিনি আরও বলেন, “সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই হিউম্যান এইড এন্ড ট্রাস্ট ইন্টারন্যাশনালের প্রধান লক্ষ্য। ভবিষ্যতেও আমরা মানবাধিকার সুরক্ষার পাশাপাশি মানবসেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত ও ধারাবাহিকভাবে চালিয়ে যেতে চাই।”
সংস্থার পক্ষ থেকে জানানো হয়, মানবাধিকার কেবল দাবি, বক্তব্য বা কাগজে-কলমের বিষয় নয় মানুষের মৌলিক চাহিদা নিশ্চিত করাও মানবাধিকারের অবিচ্ছেদ্য অংশ। সেই উপলব্ধি থেকেই হিউম্যান এইড এন্ড ট্রাস্ট ইন্টারন্যাশনাল দীর্ঘদিন ধরে মানবাধিকার রক্ষা ও সুরক্ষার পাশাপাশি মানবসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে চলেছে। শীতবস্ত্র বিতরণকালে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, “মানবাধিকার রক্ষা ও সুরক্ষার পাশাপাশি আমরা মানবসেবায় নিয়োজিত। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতে এই ধরনের মানবিক উদ্যোগ আরও বিস্তৃত ও শক্তিশালী হবে।”
এই মানবিক সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে এক বৃদ্ধা বলেন, “এই কনকনে ঠান্ডায় কম্বলটা আমাদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে। আল্লাহ যেন আপনাদের মঙ্গল করেন।” তার কণ্ঠের কৃতজ্ঞতা যেন সেই মুহূর্তে মানবিকতার প্রকৃত অর্থকেই স্পষ্ট করে তোলে। উপকারভোগীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের মানবিক কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনে এবং মানুষের মধ্যে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধকে আরও দৃঢ় করে।
একজন স্থানীয় সমাজকর্মী বলেন, “হিউম্যান এইড এন্ড ট্রাস্ট ইন্টারন্যাশনালের এ উদ্যোগ মানবাধিকারকে কেবল স্লোগান নয়, বাস্তব কর্মে পরিণত করছে। এতে সমাজে মানবিক চেতনা জাগ্রত হচ্ছে।” আয়োজকদের পক্ষ থেকে আরও বলা হয়, “মানবাধিকার রক্ষা কেবল দাবি তোলার মধ্যে সীমাবদ্ধ নয়; মানুষের দুঃখ-কষ্টে সরাসরি পাশে দাঁড়ানোই মানবাধিকারের প্রকৃত চর্চা।”
এই দর্শনকে সামনে রেখেই সংস্থাটি ধারাবাহিকভাবে মানবসেবামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। যেখানে মানবাধিকার আজও বহু মানুষের কাছে অধরা ও অনিশ্চিত, সেখানে হিউম্যান এইড এন্ড ট্রাস্ট ইন্টারন্যাশনালের এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম নিঃসন্দেহে এক টুকরো আশার আলো যা সমাজে ন্যায়, মানবতা ও সহানুভূতির বার্তাকে আরও দৃঢ়ভাবে ছড়িয়ে দিচ্ছে।


