আরিফ শেখ, রংপুরপ্রতিনিধিঃ
আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দল এবং প্রার্থীদের আচরণ বিধিমালা-২০২৫ বিষয়ক অবহিতকরণ সভা আজ শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১১টায় তারাগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোনাববর হোসেন।
সভায় উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রার্থীদের প্রতিনিধি, নির্বাচনী কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা। এসময় নির্বাচনী প্রক্রিয়াকে সুষ্ঠু ও নিরপেক্ষ রাখার জন্য আচরণ বিধিমালার বিভিন্ন ধারা সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করা। বিধিমালার জটিল বিষয়গুলো সহজে বোঝানোর জন্য প্রজেক্টরের মাধ্যমে বিস্তারিত প্রেজেন্টেশন প্রদর্শন করা হয়। প্রেজেন্টেশনে বিধিমালার মূল ধারা, উদাহরণসহ ব্যাখ্যা এবং সম্ভাব্য লঙ্ঘনের পরিণতি চিত্রসহ উপস্থাপন করা হয়।
সভায় অংশগ্রহণকারীদের মধ্যে বিধিমালার কপি বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোনাববর হোসেন সভায় বলেন, “নির্বাচনী আচরণ বিধিমালা মেনে চলা সকল রাজনৈতিক দল এবং প্রার্থীদের দায়িত্ব। এটি না মানলে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে, যাতে নির্বাচনী পরিবেশ অক্ষুণ্ণ থাকে।”


