মোঃ মহিবুল, পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার পাথরঘাটা উপজেলা প্রেসক্লাব-২০২৬ এর পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এ ভোটে সভাপতি পদে দৈনিক নয়াদিগন্ত পত্রিকার পাথরঘাটা উপজেলা প্রতিনিধি আবুসালেহ জসিম ৭ ভোট পেয়ে নির্বাচিত হন।
তার নিকটতম প্রতিদ্বন্ধী দৈনিক আজকের পরিবর্তনের পাথরঘাটা প্রতিনিধি জয় বিশ্বাস ৫ ভোট পেয়েছেন এবং সাধারন সম্পাদক পদে দৈনিক বাংলা পত্রিকার পাথরঘাটা উপজেলা প্রতিনিধি আরিফ তৌহিদ ৭ ভোট নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধী দৈনিক স্বদেশ প্রতিদিন এর পাথরঘাটা প্রতিনিধি বদরুল আহসান সাকিব ৫ ভোট পেয়েছেন।
এর আগে গত ৩ ডিসেম্বর পাথরঘাটা উপজেলা প্রেসক্লাবের বাষিক সাধারন সভায় পাথরঘাটা জনস্বাস্থ্য অধিদপ্তরের প্রকেীশলী মো. মেহেদী হাসানকে প্রধান নির্বাচন কর্মকর্তা করে সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন ও বীনাপানি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল গাজীকে নিয়ে নির্বাচন কমিশন গঠন করা হয়। পরে ৭ ডিসেম্বর রোববার নির্বাচন কমিশন তফসিল ঘোষনা করলে তারই ধারাবাহিতকায় বুধবার নির্বাচন অনুষ্ঠিত হয়।
পাথরঘাটা উপজেলা প্রেসক্লাবের প্রধান নির্বাচন কর্মকর্তা মেহেদী হাসান প্রাপ্ত ভোটের ফলাফল ঘোষণা করেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মো. জামাল হোসেন (দৈনিক চিত্র), যুগ্ম-সাধারণ সম্পাদক তাওহীদুল ইসলাম শুভ (আর টিভি), সাংগঠনিক সম্পাদক মো. মহিবুল (দৈনিক গনকন্ঠ), কোষাধ্যক্ষ মো. বেল্লাল হসেন (দৈনিক বিকাল বার্তা)।
তাদের কোন প্রতিদ্বন্ধী না থাকায় তারা বিনা প্রতিদ্বন্ধীয় নির্বাচিত হয়। সদস্য মো. ফিরোজ (দৈনিক গণমুক্তি), রফিকুল ইসলাম কাকন (জিনিউজবিডি.কম), নাজমুল সৈকত (দৈনিক ভোরের বানী), মো. মাইনুল হাচান (দৈনিক জয় সাগর)।


