তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
পণ্যের গায়ে মোড়ক ব্যবহার না করা, সঠিক লেবেল ছাড়া পণ্য বাজারজাত করা এবং ভোক্তার অধিকার লঙ্ঘনের অপরাধে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) ও ভোক্তা অধিকার অধিদপ্তরের যৌথ অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার(২৩শে ডিসেম্বর) দুপুর আনুমানিক দেড়টার দিকে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দক্ষিণ রবিরবাজারে অভিযান পরিচালনা করে এই জরিমানা আদায় করা হয়।
জানা গেছে, জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর, মৌলভীবাজারের সহকারী পরিচালক মোঃ আল আমিন এর নেতৃত্বে ও সহায়তায় র্যাব-৯, সিপিসি-২,মৌলভীবাজারের একটি যৌথ আভিযানিক দল মঙ্গলবার (২৩শে ডিসেম্বর) দুপুর আনুমানিক দেড়টার দিকে কুলাউড়া উপজেলার দক্ষিণ রবিরবাজারে অভিযান পরিচালনা করেন।
এসময় অভিযানে পণ্যের মোড়ক ব্যবহার না করা, নকল পণ্য প্রস্তুত বা উৎপাদন এবং মেয়াদ উত্তীর্ণ খাদ্য ও ঔষুধ বিক্রয়ের দায়ে চারটি প্রতিষ্ঠানের মালিককে অর্থদণ্ড প্রদান করা হয়। এর মধ্যে জনতা ফার্মেসীর মালিককে ৫০ হাজার টাকা, তাজমহল ডিপার্টমেন্টাল স্টোরের মালিককে ৩০ হাজার টাকা, ওয়াফি ফুড এন্ড কনফেকশনারীর মালিককে ২৫ হাজার টাকা এবং স্বাদ এন্ড কোম্পানীর মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ অভিযানে সর্বমোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযানের পাশাপাশি জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।’