নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলা পরিষদ চত্বরে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে ২০২৬ শিক্ষাবর্ষের নতুন বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বেলা সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার রিফাতুল ইসলাম এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আফতাব উদ্দিন আহমেদ, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবুল কাশেম এবং আব্দুস সবুর।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ উপস্থিত থেকে শিক্ষার্থীদের জন্য নির্ধারিত নতুন পাঠ্যবই গ্রহণ করেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নির্ধারিত সময়ের মধ্যেই সব শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
বই বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় শিক্ষকবৃন্দ সন্তোষ প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের মাঝে সময়মতো বই পৌঁছালে শিক্ষার মান আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


