ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন অনুষদের নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন আল ফিকহ অ্যান্ড ল’ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মাদ নাজিমুদ্দিন। দুই বছরের জন্য উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ তাকে এ নিয়োগ দিয়েছেন।
শনিবার (২০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন ১৯৮০ (সংশোধিত আইন ২০১০)-এর ধারা ২৩ (৪) মোতাবেক সিন্ডিকেট সভার অনুমোদন সাপেক্ষে আল ফিকহ অ্যান্ড ল’ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মাদ নাজিমুদ্দিন কে আইন অনুষদের ডিন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী সুযোগ সুবিধা পাবেন।
নতুন দায়িত্বপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মুহাম্মাদ নাজিমুদ্দিন বলেন, “ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিশন, মিশন এবং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মহান লক্ষ্যকে সামনে রেখে আইন অনুষদের দীর্ঘ সময়ের অর্জনসমূহকে ধারণ করে একাডেমিক কার্যক্রমকে আরও গতিশীল রাখাকে আমার সর্বপ্রধান কর্তব্য বলে মনে করবো। সকলের সহযোগিতায় নিষ্ঠা ও আন্তরিকতার সাথে আমি আমার উপরে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের প্রচেষ্টা চালিয়ে যাবো।”


