ইবি প্রতিনিধি:
“সুস্বাস্থ্য আর যোগ্যতায়, এগিয়ে রবো বিশ্বময়”— এই স্লোগানকে সামনে রেখে মহান বিজয় দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর তারারমেলা শাখা ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকালে শহীদ আনাস হল প্রাঙ্গণে ব্যাডমিন্টন টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়।
এতে দুইটি গ্রুপে ৪ টি স্কুল থেকে মোট ৮ টি টিম অংশগ্রহণ করে। গ্রুপ গুলো হল—গ্রুপ A ৩য় শ্রেণি থেকে ৫ম শ্রেণি এবং গ্রুপ B ৬ষ্ঠ শ্রেণি থেকে ৮ম শ্রেণী।
অংশগ্রহণকারী স্কুল গুলো হল—শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আনন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ইবি ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ ও বসন্তপুর মাধ্যমিক বিদ্যালয়।
এতে গ্রুপ A থেকে বসন্তপুর মাধ্যমিক বিদ্যালয়ের টিম জয় লাভ করে। গ্রুপ B থেকে ইবি ল্যাবরেটরী স্কুলের টিম জয় লাভ করে। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন । খেলা পরিচালক হিসেবে ছিলেন সংগঠনটির সাহিত্য সম্পাদক ওয়েজ করুনী। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, সংগঠনটির সহকারী পরিচালক মুবাশ্বির আলম ও প্রশিক্ষণ সম্পাদক ইসমাইল হোসাইন।
ফুলকুঁড়ি আসর তারা মেলা শাখার পরিচালক আহনাফউজ্জামান বলেন, “বর্তমান সময়ে শিশুদের একটি বড় অংশ দিন দিন মোবাইল ফোন ও ভার্চুয়াল জগতের প্রতি অতিমাত্রায় আসক্ত হয়ে পড়ছে, যা তাদের শারীরিক সুস্থতা, মনোযোগ ও সামাজিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলছে। এই বাস্তবতা বিবেচনায় নিয়ে ফুলকুঁড়ি আসর শিশুদের মাঠমুখী করা, খেলাধুলায় উদ্বুদ্ধ করা এবং সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টির উদ্দেশ্যেই এই ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করেছে।”


