নিজস্ব প্রতিবেদক: জুলাই আন্দোলনের স্বপক্ষে শক্তির ব্যানারে কলমাকান্দা উপজেলায় আট দলীয় জোটের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদ আছর আনুমানিক বিকেল পৌনে ৫টায় কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সমাবেশের সূচনা হয়।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল হাসেম, উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক হাফেজ আমিনুল হক ও উপজেলা ইসলামী আন্দোলনের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা, জুলাই আন্দোলনের শহীদ শরীফ ও ওসমান হাদের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং চলমান আন্দোলনের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা জামায়াতে ইসলামীর সহ-সেক্রেটারি আমানুল ইসলাম। মিছিল শেষে খেলাফত মজলিসের হাফেজ আবদুল কাদির দোয়া পরিচালনা করেন।
