নিজস্ব প্রতিবেদক: ওসমান হাদীর মৃত্যুর খবরে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে নেত্রকোনা পৌরশহরের শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয় এবং জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভ মিছিলে বক্তারা আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এসময় রাস্তায় যানবাহন আটকে থাকে দীর্ঘ সময়। মিছিল শেষে ওসমান হাদীর মাগফিরাত কামনায় দোয়া পড়া হয়।
এতে উপস্থিত ছিলেন, আব্দুর রহিম, আকন্দ সোহরাব উদ্দিন, মাহবুব আলম, প্রীতম সোহাগসহ নেত্রকোনার সর্বস্তরের সাধারণ জনতা।
কবি এনামূল হক পলাশ বলেন, “সিরাজ সিকদারকে ক্রসফায়ারে দিয়েও তাকে ইতিহাস থেকে অপ্রাসঙ্গিক করা যায়নি। ওসমান হাদীকে গুলি করে আধিপত্যবাদের বিজয় অসম্ভব। ওসমান হাদী নামের সাথে আধিপত্যবাদ বিরোধী লড়াইটা বেঁচে থাকবে। আপনারা যাকেই মারতে চান, সে জীবিত হয়ে ফিরে আসবে লক্ষ কোটি হয়ে। আধিপত্যবাদের সহায়কদের খুঁজে বের করুন। অন্যথায় হাদীর মতো সকলের জীবন বিপন্ন। মহান আল্লাহ হাদীকে শহীদ হিসেবে কবুল করুন।”


