দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

রুহুল আমিন,ডিমলা(নীলফামারী)

নীলফামারীর ডিমলা উপজেলায় অবৈধভাবে পরিচালিত মিনি পেট্রোল পাম্পের বিরুদ্ধে বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত রায়হানের নেতৃত্বে উপজেলার নাউতারা ইউনিয়নের নাউতারা বাজার এবং গয়াবাড়ী ইউনিয়নের শুটিবাড়ি বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে লাইসেন্স ও বৈধ কাগজপত্র ছাড়াই অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে পরিচালিত তিনটি মিনি পেট্রোল পাম্প বন্ধ করে দেওয়া হয়। এ সময় বিক্রির উদ্দেশ্যে মজুদ করা পেট্রোল ও অকটেন এবং ব্যবহৃত মিনি ডিসপেন্সার মেশিন জব্দ করা হয়।

জননিরাপত্তা ঝুঁকিতে ফেলায় মোবাইল কোর্ট তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করে। পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ২০(১)(ক) ধারায় চারটি দোকানকে মোট ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি ২২০ লিটার পেট্রোল ও অকটেন জব্দ করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত রায়হান বলেন, লাইসেন্স ছাড়া জ্বালানি বিক্রি জনসাধারণের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ এবং আইনত দণ্ডনীয় অপরাধ। এসব অবৈধ প্রতিষ্ঠানে অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকে। জনস্বার্থে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে সহযোগিতা করেন বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রংপুরের প্রতিনিধি অশোক কুমার দাস, বিএসটিআই ইন্সপেক্টর মো. নাসির উদ্দিন, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের প্রতিনিধি বদরুল ইসলাম ফকির এবং বিপিসির অঙ্গপ্রতিষ্ঠান পদ্মা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম ও যমুনা অয়েলের প্রতিনিধিরা। এছাড়া নীলফামারী জেলা পুলিশের একটি দল সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে।

কর্তৃপক্ষ জানায়, অবৈধভাবে জ্বালানি মজুদ ও বিক্রি রোধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান চলবে। একই সঙ্গে ব্যবসায়ীদের বৈধ লাইসেন্স নিয়ে নিরাপদভাবে ব্যবসা পরিচালনার আহ্বান জানানো হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version