নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় দেশ গঠন এবং শোষণ-বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার আহব্বান জানিয়ে বিজয় দিবস উপলক্ষে বিশাল জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে কেন্দ্রীয় শহীদমিনার থেকে সিপিবি উপজেলা কমিটির উদ্দ্যেগে এ সভা অনুষ্ঠিত হয়।
সর্বস্তরের অংশগ্রহনে অনুষ্ঠিত জনসভা শেষে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি গণমিছিল বের করা হয়। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য, বিশিষ্ট চিকিৎসক, জননেতা কমরেড ডা. দিবালোক সিংহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, সিপিবি নেত্রকোনা জেলা কমিটির সভাপতি নলিনি কান্ত সরকার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোরশেদ আলম, উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি শামছুল আলম খান, দুর্গাপুর আদিবাসী ইউনিয়নের সভাপতি অবনী কান্ত হাজং এবং উপজেলা নারী সেলের আহবায়ক তাসলিমা বেগম। জনসভায় সভাপতিত্ব করেন সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দিন মীর এবং সঞ্চালনা করেন সিপিবি উপজেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক রুপন কুমার সরকার।
বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় শোষণ ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠাই ছিল স্বাধীনতার মূল লক্ষ্য। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হয়নি। কৃষক-শ্রমিকসহ মেহনতি মানুষ আজ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত, সাম্প্রদায়িকতা ও বৈষম্য সমাজে গভীর সংকট সৃষ্টি করছে।
এসব অন্যায়ের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ গণআন্দোলন জোরদার করার আহবান জানানো হয়।


