নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নেত্রকোনার কলমাকান্দা উপজেলা শাখার যুগ্ম-আহবায়ক মো. তরিকুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। কারণ দর্শানোর পত্রটি তরিকুল ইসলাম নিজেই তার ফেসবুক আইডি থেকে পোষ্টও করা হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) কলমাকান্দা উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক কালন ভুইয়া’র স্বাক্ষরিত পত্রের আলোকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে এবং এই পত্রে অনুলিপি দেওয়া হয়েছে উপজেলা বিএনপি’র সভাপতি ও সাধারণ সম্পাদক এবং যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে।
কারণ দর্শানোর পত্রে উল্লেখ, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সামাজিক বিশৃঙ্খলা এবং নৈতিক অবক্ষয় জনিত অভিযোগের প্রেক্ষিতে আদিষ্ট হয়ে আপনার (মো. তরিকুল ইসলাম) বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী পাঁচ দিনের মধ্যে উপজেলা যুবদলের আহবায়ক এবং সদস্য সচিবের নিকট স্ব-শরীরে হাজির হয়ে লিখিতভাবে কারণ দর্শানোর জন্য আহবান করা হয়েছে।
জানা যায়, ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে যান। এসময় উপজেলার বিএনপি’র সাধারণ সম্পাদক ও লেংগুরা ইউনিয়নের চেয়ারম্যান সাইদুর রহমান ভূ্ঁইয়া সকলের উদ্দেশ্যে বলেন- ‘আমরা সবাই খালি পায়ে শহীদ মিনার উঠে শ্রদ্ধা নিবেদন করবো।
এ কথার জের ধরে উপজেলা যুবদলের যু্গ্ম-আহবায়ক তরিকুল ইসলাম উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভুঁইয়ার সাথে অসৎ আচরণ করেন এবং বাকবিতন্ডায় লিপ্ত হন।
এ ব্যাপারে অভিযুক্ত তরিকুল ইসলাম প্রতিবেদককে জানান, “রাগান্বিত হয়ে আমি যে কথাটা বলেছি, আসলেই আমি ভুল বলছি। ফাদার সংগঠনের ঊর্ধ্বতন নেতাদের সাথে ওই বিষয়টা এভাবে বলা যায় না। যেটা করছি, সেটা ভুল করছি এবং এটার জন্য আমি খুবই অনুতপ্ত।”


