নিজস্ব প্রতিবেদক: যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়।
এরপর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরবর্তীতে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিকদল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), কলমাকান্দা প্রেসক্লাব, বাজার ব্যবসায়ী মালিক সমিতিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও নানা শ্রেণী-পেশার মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
সকাল সাড়ে ৭টায় উপজেলা স্টেডিয়াম প্রাঙ্গণে বিজয় মঞ্চে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমান। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিদ্দিক হোসেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ আল মামুন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী চাঁন মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূঁইয়া, উপজেলা সিপিবি সভাপতি কমরেড সিদ্দিকুর রহমান, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এইচ আর নাজিম, মুক্তিযোদ্ধা প্রজন্মের প্রতিনিধি মোস্তাক আহমেদ পলাশ, উপজেলা এনসিপি সমন্বয়ক আবু কাওছার এবং কলমাকান্দা প্রেসক্লাব সভাপতি শেখ শামীমসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল হাসেম এবং কলমাকান্দা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ওবাইদুল হক পাঠান। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের একপর্যায়ে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবার সদস্যদের হাতে রজনীগন্ধা স্টিক তুলে দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।
এছাড়া মহান মুক্তিযুদ্ধে শহীদ, আত্মদানকারী ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়।
সকালেই বিজয় মেলা উদ্বোধনের মধ্য দিয়ে উপজেলার দিনব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
