নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পানিতে পড়ে হাবিবুর রহমান ত্বহা নামে ১৪ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) সকালের দিকে উপজেলার বড়খাপন ইউনিয়নের বড়খাপন গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ত্বহা আওলাদ মিয়া ও তানজিলা খাতুন দম্পতির সন্তান।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় শিশুটির মা ঘরের ভেতরে রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সুযোগে সবার অজান্তে ত্বহা বাড়ির পাশের একটি ছোট ডোবায় পড়ে যায়। কিছু সময় পর শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ডোবা থেকে শিশুটিকে উদ্ধার করে দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সুমন পাল শিশুটিকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, নিহত ত্বহার পিতা আওলাদ মিয়া একজন মাদ্রাসা শিক্ষক। একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারে নেমে এসেছে গভীর শোক। শিশুটির অকাল মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া বিরাজ করছে।
স্থানীয়রা বলছেন, অল্প সময়ের অসতর্কতাই কখনো কখনো এমন হৃদয়বিদারক ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। ছোট শিশুদের নিরাপত্তায় সবাইকে আরও সতর্ক থাকার আহব্বান জানিয়েছেন তারা।
এ বিষয়ে কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিদ্দিক হোসেন বলেন, খবর পেয়ে হাসপাতালে ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


