নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনায় স্বাস্থ্য অলিম্পিয়াড-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) বেলা ১১টায় বাংলাদেশ হেলথ ওয়াচ ও স্বাবলম্বী উন্নয়ন সমিতির সহযোগিতায় নেত্রকোনা স্বাস্থ্য অধিকার যুব ফোরাম কর্মসূচির আয়োজনে করে। নেত্রকোনা মোক্তারপাড়াস্থ কালেক্টরেট স্কুল মাঠে এ আয়োজনের মধ্যে ছিল বিনা খরচে শিক্ষার্থী রক্তের গ্রুপ পরীক্ষা।
এ অলিম্পিয়াডে নেত্রকোনার ১০টি উচ্চ বিদ্যালয় এবং পাঁচটি কলেজ ও মাদরাসার প্রায় দুই শতাধিক শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এতে বিদ্যালয় শাখায় ছয় জন এবং কলেজ ও মাদরাসার পাঁচজনকে প্রথম থেকে পঞ্চম স্থান অর্জনকারী শিক্ষার্থীদেরকে পুরস্কিত করা হয়।
বিদ্যালয় ও সমমান শাখায় পুরস্কার প্রাপ্তরা হলেন, প্রথম স্থান- নেত্রকোনা সরকারি বালিকা বিদ্যালয়ের মেহের নিগার, দ্বিতীয় স্থান- চন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ের আসফিয়া নাবা, তৃতীয় স্থান- আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ের আজওয়াদুল ইসলাম, চতুর্থ স্থান- এন আকন্দ কামিল মাদরাসার মুনতাসা রহমান ফারিয়া, যৌথভাবে পঞ্চম স্থান- আঞ্জুমান আদর্শ উচ্চ বিদ্যালয়ের নোমান তালুকদার ও একই বিদ্যালয়ের এস. এম তাজবীদ।
কলেজ ও সমমান শাখায় পুরস্কার প্রাপ্তরা হলেন, প্রথম স্থান- সমুদ্র রায়, দ্বিতীয় স্থান- কলেজের সোমাইয়া ইসলাম সরমী ও তৃতীয় স্থান- রাকিবুল হাসান। তারা তিনজনই নেত্রকোনা সরকারি কলেজের শিক্ষার্থী। চতুর্থ স্থান- আবু আব্বাছ ডিগ্রী কলেজের মোশাহীদ আলম রিজন এবং পঞ্চম স্থান- লতিফা আব্বাস মডেল ফাজিল মাদরাসার জোনাঈদ ইসলাম।
প্রথমে জাতীয় সংগীত পরিবেশনা করা হয় এবং শিক্ষার্থীরা স্বাস্থ্য সম্পর্কিত ৩০ মিনিটের এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরে আলোচনা সভা শেষে প্রথম থেকে পঞ্চমস্থান অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে আমন্ত্রিত অতিথিরা।
জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সভাপতিত্বে স্বাবলম্বী উন্নয়ন সমিতির ব্যবস্থাপক কোহিনূর বেগম ও আবু আব্বাছ ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক (জীব বিজ্ঞান) মো. নাজমুল কবীরের সঞ্চালনায় আলোচনা পর্বের উব্দোধন করেন, ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ একরামুল হাসান। বিশেষ অতিথি ছিলেন, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মো. মাজহারুল ইসলাম ও হেলথ ওয়াচের গ্রোগ্রাম ম্যানেজার রাজেস অধিকারী।
এরআগে স্বাগত বক্তব্য দেন, স্বাবলম্বী উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক ও জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সদস্য সচিব স্বপন কুমার পাল।
অন্যান্যদের মাঝে বক্তব্য প্রদান করেন, কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি রইছ উদ্দিন ও সাধারণ সম্পাদক রাখাল বিশ্বাস, কালেক্টরেট স্কুলের সহকারি শিক্ষক মুন্না, জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সদস্য জাহাঙ্গীর আলম সবুজ, স্বাস্থ্য অধিকার যুব ফোরামের সোমাইয়া আক্তার প্রমুখ।
আলোচনা বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থীরা স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন প্রশ্নে আলোকে অতিথিবৃন্দ তাদের প্রশ্নের উত্তরসহ বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
এছাড়া স্বাস্থ্য অধিকার ফোরাম, যুব ফোরাম ও বিভিন্ন সিভিল সোসাইটি সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক ও মানবাধিকারকর্মী ও অভিভাববৃন্দ উপস্থিত ছিলেন।
