নিজস্ব প্রতিবেদক: যীশু খ্রিষ্টের জন্মতিথি উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুরে বড়দিনকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে প্রাক বড়দিন উৎসব পালিত হয়েছে। বৃহঃস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে ‘‘রুশা বাংলাদেশ’’ এর আয়োজনে আলোচনা সভা ও গারো উদ্যোক্তাদের উপহার সামগ্রী বিতরণ মধ্যদিয়ে এ উৎসব পালিত হয়।
এ উপলক্ষে বিরিশিরি কারিগরি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মাঠে, রুশার নির্বাহী পরিচালক এম এন আলম এর সভাপতিত্বে, পাস্টার পঙ্কজ মারাক এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, রেভারেন্ট ফাদার পাওয়েল কচিওলেক। প্রধান বক্তা হিসেবে বক্তব্যদেন, রেভারেন্ট সার্জেন্ট রিছিল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অধ্যক্ষ সাফিয়া সুলতানা, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, এনজিও সমন্বয় পরিষদের সভাপতি রুপন কুমার সরকার, পাস্টার সুমেন্ত চিরান প্রমুখ।
আলোচনা শেষে, উপস্থিত গারো উদ্যোক্তাদের মাঝে খাবার, প্রাক বড়দিনের উপহার এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে দেশ ও জাতিকে রক্ষার জন্য প্রভু যীশুর কাছে বিশেষ প্রার্থনা করা হয়।


