নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় খারনৈ ইউনিয়নে মেদিরকান্দা গ্রামে অবহেলার মুহূর্তে ঘটে গেলো এক হৃদয়বিদারক ঘটনা। বালতির পানিতে পড়ে প্রাণ হারিয়েছে মাত্র ১১ মাস বয়সী শিশু নাদিয়া।
বুধবার (১০ ডিসেম্বর) সকাল ৭টার দিকে দুর্ঘটনাটি ঘটে। নিহত নাদিয়া শ্রমিক নবাব মিয়া ও গৃহিণী শুভা আক্তার দম্পতির একমাত্র কন্যা।
পরিবার ও স্থানীয়রা জানান, সকালে ঘরের ভেতরে রান্নার কাজে ব্যস্ত ছিলেন নাদিয়ার মা। এসময় খেলতে খেলতে অজান্তেই শিশুটি ঘরে থাকা পানিভর্তি বালতিতে পড়ে যায়। কিছুক্ষণ পর শিশুর মায়ের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে নাদিয়াকে উদ্ধার করে দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে শেষ রক্ষা হয়নি শিশুটির।
কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সুমন পাল নাদিয়াকে মৃত ঘোষণা করেন। শিশুটির অকাল মৃত্যুর খবরে পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া।
গ্রামীণ দরিদ্র পরিবারটির একমাত্র সন্তান হারানোর ব্যথা ছুঁয়ে গেছে স্থানীয় মানুষজনকে। তারা বলছেন-অবহেলার ক্ষুদ্রতম মুহূর্তও কখনো কখনো জীবন কেড়ে নেয়, তাই ঘরে ছোট শিশু থাকলে নিরাপত্তায় অতিরিক্ত সতর্কতা জরুরি।


