নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা জেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন জেলা বিএনপির সভাপতি, নেত্রকোনা -২ (নেত্রকোনা- বারহাট্টা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী বিশিষ্ট অর্থোপেডিক্স চিকিৎসক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক।
রবিবার (৭ডিসেম্বর) দুপুরে নেত্রকোনা জেলা প্রেসক্লাব মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় তিনি বলেন, সংবাদ পত্র জাতির দর্পণ, সাংবাদিকরা হলেন জাতির বিবেক। ফ্যাসিস্ট হাসিনার আমলে সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে পারেনি। বিএনপি জনগনের রায়ে ক্ষমতায় গেলে সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করা এবং গণমাধ্যম কর্মীদের যথাযথ মর্যাদা ও তাদের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।
তিনি আরো বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে উন্নয়নের কথা বলা হলেও বাস্তবে নেত্রকোনার তেমন কোন উন্নয়ন হয়নি। অন্যান্য জেলার চেয়ে নেত্রকোনা জেলা অনেক পিছিয়ে রয়েছে। মতবিনিময় সভায় তিনি তার আসনসহ জেলার ৫টি আসনে বিএনপির প্রার্থীরা যাতে বিজয়ী হতে পারে তার জন্য সাংবাদিকসহ সমাজের সর্বস্তরের বিভিন্ন শ্রেণি পেশা ও সর্ব সাধারণের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
মতবিনিময়ের শুরুতে বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সাবেক সভাপতি এডভোকেট নুরুজ্জামান, জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা, সাবেক যুগ্ম-আহবায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত, বজলুর রহমান পাঠান, জেলা কৃষক দলের সভাপতি সালাহ্উদ্দিন খান মিল্কী, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, প্রেসক্লাবে সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজ উদ্দিন ফারাস সেন্টু এবং বিএনপি নেতা ও জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনিসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার দায়িত্বরত সাংবাদিকবৃন্দ।


