নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলা সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। এ উপজেলার খেঁটে খাওয়া সাধারণ মানুষের কথা ভেবে ইতোমধ্যে নানাবিধ উন্নয়নমুলক কাজ করে যাচ্ছেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
শুক্রবার (০৫ ডিসেম্বর) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা গেছে, কাকৈরগড়া ইউনিয়নের জনসাধারণ, স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষার্থীদের চলাচলের সুবিধার্থে ওই ইউনিয়নের গুদারিয়া ও নাগপুর এলাকার বালচ নদীর ওপর এক বিশাল কাঠের সেতু নির্মাণ করে দিয়েছেন তিনি।
এছাড়া সোমেশ্বরী নদীর ওপর দিয়ে জনসাধারণ ও পর্যটকদের চলাচলের সুবিধার্থে প্রায় পয়ত্রিশ লক্ষ টাকা ব্যায়ে আরো তিনটি কাঠের সেতু নির্মান করে দিয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল। ওই সেতু গুলো দিয়ে শুধুমাত্র যানবাহন পারাপার থেকে সামান্য টোল আদায় করা হবে এবং ওই টোলের লভ্যাংশের সকল টাকাই স্থানীয় মসজিদ, মন্দিরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নমুলক কাজে বিতরণ করা হবে বলে ঘোষনা দেন তিনি।
এ ধরনের উন্নয়নমুলক কাজে বাঁধাগ্রস্থ্ করা এবং স্থানীয়দের মাঝে কলহ সৃষ্টির লক্ষে বালচ নদীর ওপর নির্মিত কাঠের সেতুর পার্শ্বে টাঙ্গানো ব্যারিস্টার কায়সার কামালের বড় বড় বেশ কয়েকটি পোস্টার রাতের আঁধারে কে বা কাহারা ছিঁড়ে ফেলায় এলাকাবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ নিয়ে বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) দুপুরে এলাকাবাসীর পক্ষে মো. আব্দুল হাসিব বাদী হয়ে দুর্গাপুর থানায় সাধারণ ডায়েরী করেন।
স্থানীয় ব্যাবসায়ী নুরুল আমীন বলেন, সেতু নির্মানের আগে প্রতি মণ ধান ষাট টাকা খরচ দিয়ে ঝাঞ্জাইল বাজারে বিক্রি করতাম। এখন কাঠের সেতু নির্মান হওয়ায় মাত্র দশ টাকা দিয়ে বাজারে ধান নিতে পারি। বিভিন্ন শিক্ষার্থীরা খুব সহজেই আসা যাওয়া করতে পারে। ব্যারিস্টার সাহেব এই নির্মান করে দেওয়ার জন্য আমরা কৃতজ্ঞ। সেতুর পার্শ্বে টাংগানো তাঁর পোস্টা ছিঁড়ে ফেলায় আমরা গ্রামবাসী তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এ নিয়ে কাকৈরগড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি গোলাম রাব্বি ভুইয়া সাংবাদিকদের বলেন, এলাকার শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার জন্য এবং উন্নয়নমূলক কাজের বাধাগ্রস্থ করার লক্ষে কুচক্রী মহল এই ন্যাক্কারজনক কাজ করেছে। মানবিক নেতা ব্যারিস্টার কায়সার কামালের উন্নয়ন মুলক কাজ এবং আমাদের দলীয় শৃঙ্খলা দেখে তাদের সহ্য হচ্ছেনা। আমরা শান্তিপ্রিয় রাজনীতি বিশ্বাস করি। রাতের আঁধারে আমাদের মানবিক নেতা ব্যারিস্টার কায়সার কামালের পোস্টার ছিঁড়ে ফেলছে, আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ নিয়ে থানা জিডি করা হয়েছে, আশা করছি প্রশাসনের লোকজন দ্রুত ব্যবস্থা নিবেন।


