টাঙ্গাইল প্রতিনিধিঃ
সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ ১০ম গ্রেড বাস্তবায়নের আন্দোলনে কর্ম বিরতি পালন করেছে অন্যদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গুলোতে চলছে বার্ষিক পরীক্ষা। সেখানে প্রাথমিক বিদ্যালয় গুলোর পরিক্ষা চালিয়ে যাচ্ছে প্রধান শিক্ষকরা। নাগরপুর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলোতে আজ দুপুর ১.৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত ৩য় এবং ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিজ্ঞান পরিক্ষা চলছিল।
ঠিক তখনই আজ ৩ ডিসেম্বর বুধবার দুপুর ৩টায় টাঙ্গাইলের নাগরপুর উপজেলা পরিষদের হল রুমে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ বিভিন্ন শ্রেণী পেশার কর্মকর্তা কর্মচারীদের নিয়ে পরিচিতি সভা করছে নবাগত উপজেলা নির্বাহি অফিসার এরফান উদ্দিন। উল্লেখ্য, সহকারী শিক্ষকদের দাবি আদায়ে কর্ম বিরতি চলাকালীন সময়ে বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষাগুলো প্রধান শিক্ষকরা একাই নিয়ে আসছিলেন।
অভিভাবক সমাজের প্রশ্ন জাগে, সহকারী শিক্ষকগণ কর্ম বিরতিতে আর প্রধান শিক্ষকরা ইউএনও এর পরিচিতি সভায় তাহলে শিক্ষার্থীদের পরীক্ষা নিচ্ছে কে? দাপ্তরিক সময়ে কাজ বাদ দিয়ে সবার সেমিনার করা কতটুকু যৌক্তিক বিষয়টি সরকারের ভেবে দেখা জরুরি। এসময় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষিকা সহ সকল দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।