রুহুল আমিন,ডিমলা(নীলফামারী)
নীলফামারীর ডিমলা উপজেলায় অনুষ্ঠিত ৮ম উপজেলা কাব ক্যাম্পুরী–২০২৫ এ অংশ নিতে গিয়ে আব্দুর রহিম, চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর হাত ভেঙে যাওয়ার পর মানবিক উদ্যোগে তাকে দেখতে ছুটে গেছেন উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা।
স্থানীয় সূত্রে জানা যায়, ক্যাম্পুরীর একটি কার্যক্রম চলাকালে পড়ে গিয়ে আহত হয় ছাত্র আব্দুর রহিম। তাৎক্ষণিকভাবে তাকে চিকিৎসা দেওয়া হলেও পরবর্তীতে তার অবস্থার খোঁজ নিতে বুধবার সন্ধায় তার বাড়িতে উপস্থিত হন ডিমলা উপজেলা নির্বাহী অফিসার মো. ইমরানুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) মো. রওশন কবির, ডিমলা উপজেলা স্কাউট’র সেক্রেটারি ও কমিশনারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আহত ছাত্রের পরিবার উপজেলা প্রশাসনের এমন মানবিক অবস্থানকে স্বাগত জানিয়ে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
পরিবারের পক্ষ থেকে অভিভাবক জানান—
“আমাদের ছেলের এমন দুর্ঘটনায় প্রশাসনের লোকজন নিজ উদ্যোগে খোঁজ নিতে আসবেন—এটা ভাবতেই পারিনি। তাঁরা এসে শুধু সান্ত্বনাই দেননি, ভবিষ্যতে প্রয়োজনীয় সহযোগিতা করার আশ্বাসও দিয়েছেন। এজন্য আমরা উপজেলা প্রশাসনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”
এ সময় কর্মকর্তারা ক্ষুদে শিক্ষার্থীর মনোবল বাড়াতে পাশে থাকার আশ্বাস দেন এবং ভবিষ্যৎ কার্যক্রমে নিরাপত্তা জোরদারের সুপারিশ করেন।
ডিমলা স্কাউটস সূত্রে জানা গেছে, দুর্ঘটনা হলেও ক্যাম্পুরীর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে ইতোমধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে।


