পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মাদক বিক্রি ও সেবনের অপরাধে ৭ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড ও অর্থ দন্ড দেওয়া হয়েছে। বুধবার দুপুরে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভুমি) এন এম ইশফাকুল কবীর ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদের এ দন্ডাদেশ প্রদান করেন।
ঠাকুরগাঁও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন আর রশিদের নেতৃত্বে একটি টিম বুধবার সকাল ১১ টার দিকে পীরগঞ্জ উপজেলার সেনুয়া নাপিতপাড়ায় অভিযান পরিচালনা করেন। এ সময় মাদক সেবন ও বিক্রি করা সময় ৭ জনকে আটক করেন তারা। অভিযানকালে ৩০ টি টাপেন্টাডল ট্যাবলেট ও মাদক সেবন করার উপকরনও জব্দ করা হয়। দুপুরে আটককৃতদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়।
মাদক ব্যবসা করার অপরাধে জয় এবং সুজন নামে দুই যুবককে ৬ মাস করে এবং মাদক সেবনের অভিযোগে নয়ন, স্বপন, আশরাফুল, সোহরাব ও ডলারকে ৩ মাস করে বিনাশ্রম কারাদন্ড দেন এবং তাদেরকে ১ হাজার ৪শ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক। পরে দন্ডপ্রাপ্তদের জেল হাজতে পাঠানো হয়।


