ইমন সরকার, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, মজলুম মানুষের আশার প্রতীক, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় ময়মনসিংহের ভালুকায় অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে তৈরি হয় এক হৃদয়বিদারক আবেগঘন পরিবেশ। মিলাদে দোয়া চাইতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হাতেম খান।
তাঁর কান্নায় আবেগাপ্লুত হয়ে পড়েন উপস্থিত নেতাকর্মীরাও। মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় ভালুকা পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এ বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল এক ধরনের নীরব উৎকণ্ঠা, গভীর শ্রদ্ধা ও দেশনেত্রীর প্রতি অগাধ ভালোবাসার প্রতিচ্ছবি। দোয়ায় আবেগঘন কণ্ঠে আলহাজ্ব হাতেম খান বলেন, “আজকে এই দেশের স্বাধীনতার প্রতীক, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া অসুস্থ্য নয়, মনে হয় গোটা বাংলাদেশ অসুস্থ্য।”
এই কথাগুলো বলতে বলতেই তিনি নিজেকে আর ধরে রাখতে পারেননি। অশ্রু গড়িয়ে পড়ে তাঁর গালে। মুহূর্তেই গভীর নীরবতা নেমে আসে সবার মধ্যে। আলহাজ্ব হাতেম খান আরও বলেন, “আজকে দেশের এই ক্লান্তি লগ্নে বেগম খালেদা জিয়ার বেঁচে থাকা খুবই জরুরী। আমরা সবাই দোয়াকরি মহান আল্লাহ উনাকে সুস্থ্য করে দিক।” তিনি ষড়যন্ত্রমূলক মামলার প্রসঙ্গ উল্লেখ করে বলেন, “বৃদ্ধ বয়সে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় খালেদা জিয়াকে জেল খাটতে হয়েছে।
তারেক রহমানের নেতৃত্বে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে মিথ্যা মামলায় কাউকে হয়রানী হতে হবেনা।” দোয়া মাহফিল শেষে দেশনেত্রীর সুস্থতা কামনায় বিশেষ মুনাজাত করা হয়। অনুষ্ঠানটি শুধু একটি দোয়া মাহফিলেই সীমাবদ্ধ থাকেনি এটি পরিণত হয়েছিল বেগম খালেদা জিয়ার প্রতি হাজারো মানুষের ভালোবাসা, শ্রদ্ধা ও মমতার এক আবেগঘন সমাবেশে। ভালুকা পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জানান, দেশনেত্রীর সুস্থতা না হওয়া পর্যন্ত এ ধরনের দোয়া ও মিলাদ মাহফিল অব্যাহত থাকবে।


