গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা জেলা পৌর শহরের একটি আবাসিক হোটেল থেকে ১৩১ বোতল এসকাফ মাদকসহ দুই জনকে গ্রেফতার করেছে র্যাব-১৩। সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান র্যাব-১৩ এর মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল শনিবার রাতে র্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের ষ্টেশন রোডে অবস্থিত সোহাগ বোডিং(আবাসিক) ৭ নম্বর রুমে তল্লাশি চালিয়ে আব্দুল মতিন(৫০) ও কামাল হোসেন(৬৫) দুই ব্যক্তির কাছ থেকে মোট ১৩১ বোতল মাদক এসকাফ জব্দসহ তাদের গ্রেফতার করে।
গ্রেফতার আব্দুল মতিন ঠাকুরগাঁও জেলার রানী শংকর কৈল উপজেলার রাউতনগর এলাকার মৃত আব্দুল জব্বার মুন্সির ছেলে অপর আরেক জন কামাল একই এলাকার মৃত আব্দুল বাসির ছেলে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এরা দুজনেই মাদক কারবারি। দীর্ঘ দিন ধরে গাইবান্ধা জেলাসহ বিভিন্ন স্থানে অজ্ঞাত নামের ব্যক্তিদের কাছে থেকে মাদকদ্রব্য এসকাফ কিনে দেশের বিভিন্ন জেলার মাদক ব্যবসায়ীদের কাছে সুকৌশলে বিক্রি ও সরবরাহ করে আসছিল। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাদেরকে গাইবান্ধ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।