দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

গাইবান্ধা জেলা প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে প্রচারণা চালাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়ন প্রত্যাশী মাহমুদ মোত্তাকিম মন্ডল। চব্বিশের গণঅভ্যুত্থানে কারা নির্যাতিত এই ছাত্রনেতা এনসিপি গাইবান্ধা জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী এবং এই আসনে দলীয় মনোনয়ন পেতে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। প্রচারণার অংশ হিসেবে আজ সাঘাটা উপজেলার মুক্তিনগর ইউনিয়নের হাট ভরতখালী বাজার এবং কচুয়া ইউনিয়নের উল্যা সোনাতলা বাজারে প্রচারণা চালান।

এসময় এনসিপির সাঘাটা উপজেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী আতাউর রহমান ও সদস্য কবির হোসেন, সংগঠক আবদুল মতিনসহ স্থানীয় নেতাকর্মীরা প্রচারণায় অংশ নেন। গত কয়েক দিন ধরে মাহমুদ মোত্তাকিমের নেতৃত্বে নেতাকর্মীরা ঘুড়িদহ ও বোনারপাড়াসহ কয়েকটি ইউনিয়নে এনসিপির জন্য পোষ্টার বিতরণ করে প্রচারণা চালাচ্ছেন। দলীয় সূত্র জানায়, মাহমুদ মোত্তাকিম মন্ডল সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পঁচাবস্তা গ্রামের আতাউর রহমানের বড় ছেলে।

মাহমুদ মোত্তাকিম বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স সম্পন্ন করেছেন। জীবিকার তাগিদে গাজীপুরে থাকাকালীন মাহমুদ মোত্তাকিম জুলাই-আগষ্টের গণঅভ্যুত্থানে অংশ নেন। ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে মাহমুদ মোত্তাকিম এনসিপির জন্য ভোট চান। মাহমুদ মোত্তাকিম বলেন, এই আসনের সবচেয়ে সব চ্যালেঞ্জ নদীভাঙন। কেননা প্রতি বছর এই দুই উপজেলার বিস্তির্ণ এলাকা যমুনার ভাঙনের কবলে পড়ে। এখানে নেই কোনো শিল্প কলকারখানা। ফলে বেকারত্বের হার অনেক বেশি। এজন্য মানুষ জীবিকার তাগিদে দেশের বিভিন্ন অঞ্চলে গিয়ে কাজ করে। মাহমুদ মোত্তাকিম আরও বলেন, চরাঞ্চলে নদীভাঙনরোধে কখনোই কার্যকর ব্যবস্থা গ্রহন করা হয়না। ফলে স্থায়ী হয়ে যাওয়া চরগুলোও প্রতিবছর নদীগর্ভে বিলীন হয়ে মানুষ সহায় সম্বলহীন হচ্ছে।

কর্মসংস্থানের ব্যবস্থা করতে শিল্প কলকারখানা গড়ে তোলাসহ বিভিন্ন উদ্যোগ গ্রহন করা হবে। দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী মাহমুদ মোত্তাকিম বলেন, আমি দলীয় মনোনয়ন চেয়েছি। আশাকরছি, দলীয় মনোনয়ন পেলে আমি আসনটি দলকে উপহার দিতে পারবো। সড়কপথে গাইবান্ধা ও জামালপুরকে সংযুক্ত করতে যমুনা-ব্রহ্মপুত্রের উপর সেতু বা টানেল নির্মাণ করা হবে। ফুলছড়ি, সাঘাটাসহ গাইবান্ধা সদর ও সুন্দরগঞ্জ উপজেলাবেষ্টিত চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে চর উন্নয়ন বোর্ড গঠন করা হবে। গাইবান্ধা জেনারেল হাসপাতালের নতুন বহুতল ভবনটি চালু করা হবে।

সেই সাথে গাইবান্ধায় ইপিজেড নির্মাণ প্রক্রিয়া শুরু করা হবে বলেও জানান তিনি। নদীভাঙনরোধে সিসি ব্লক দিয়ে ব্রহ্মপুত্র নদসহ তিস্তা ও যমুনা নদীবেষ্টিত গাইবান্ধার সদর উপজেলা, ফুলছড়ি, সাঘাটা ও সুন্দরগঞ্জ উপজেলায় ডানতীর স্থায়ীভাবে সংরক্ষণ করা হবে। গাইবান্ধায় মেডিকেল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয়সহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্মাণে কাজ করার প্রতিশ্রুতি দেন মাহমুদ মোত্তাকিম। ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহনের মাধ্যমে একটি নতুন রাজনৈতিক দলের রাজনীতিতে জড়ান মাহমুদ মোত্তাকিম।

২০২৩ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে প্রথম ও তৃতীয় ধাপের পরীক্ষায় প্রশ্নফাঁস ও ডিভাইস ব্যবহারের অভিযোগ উঠলে মাহমুদ মোত্তাকিমসহ কয়েকজন মিলে পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়ার দাবিতে হাইকোর্টে রিট করেন। সাঘাটা বা ফুলছড়ির চরাঞ্চলে একটি ইসলামিক মিশন হাসপাতাল নির্মাণের জন্য সম্প্রতি ধর্ম উপদেষ্টার কাছে একটি আবেদনও পাঠিয়েছেন মাহমুদ মোত্তাকিম। রংপুর জেলার অধীনে গাইবান্ধা মহকুমাকে ১৯৮৪ সালের ১৫ ফেব্রুয়ারি গাইবান্ধা জেলা হিসেবে ঘোষণা করা হয়।

সাতটি উপজেলা নিয়ে গাইবান্ধা জেলায় গঠিত হয় ৫টি আসন। এর মধ্যে গাইবান্ধা-৫ আসনটি ফুলছড়ির ৭টি ও সাঘাটার ১০টি ইউনিয়ন নিয়ে গঠিত। গাইবান্ধা-৫ আসনে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৮৬ সালে। মাহমুদ মোত্তাকিম মন্ডলসহ গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসন থেকে এনসিপির মনোনয়ন প্রত্যাশীরা হলেন অ্যাডভোকেট মুহাম্মদ আশিকুর রহমান মুন, জুবায়ের আহমেদ, জাহিদ হাসান জীবন ও আল নাহিয়ান সৈকত।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version