টাঙ্গাইল প্রতিনিধি:
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সরকারি যদুনাথ প্রাথমিক বিদ্যালয়ে মা ও অবিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে স্কুল প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শিক্ষক-শিক্ষার্থীর আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অশোক কুমার সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মীর সাইফুল ইসলাম, শাহীন আল মামুন। সহকারী শিক্ষক হারুন অর রশিদের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অত্র বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।


