দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

ইবি প্রতিনিধি:

কক্সবাজার জেলা থেকে আগত ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন কক্সবাজার জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন পরিবেশ বিজ্ঞান ও ভূগোল বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শিহাব শারার হিমেল এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইমতিয়াজ উদ্দিন তওসিফ।

বৃহস্পতিবার(২৭ নভেম্বর) সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড.মফিজুল ইসলাম এবং সদ্য সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

নব গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি শরফুদ্দিন শাফিন, শহিদ, আব্দুল্লাহ, ইনারা হক নিলুফা, মনিরুল মান্নান আশোক, ওয়াসিফুর রহমান, পারভেজ মোশারফ রিশাদ ও মোহাম্মদ রিদুয়ান। যুগ্ম সাধারণ সম্পাদক ফারজানা হামিদ জেসিয়া, ইফতেহারুল ইসলাম, আবু বকর আল মাহি, রবিউল আলম, ইমরান নাজির ইনসাফ, মোঃ আলী, জেরিন তাসনিম খুসবু, তানভীরুল হক আকিব ও আব্দুল মোমেন। সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুর রহমান খোকন, আতিকুর রহমান রাহি, মোহাম্মদ সাদ, মোহাম্মদ মোবারক, মোহাম্মদ তাহের, হোসনে মোবারক, আক্তারুজ্জামান বাবু, এয়ার মোহাম্মদ টিটু, সাকিবুল আছার জিসান, সোহেল রানা, সঞ্চয় বড়ুয়া, আতিকুর রহমান তানভির, সলিম উল্লাহ সায়েম, শিউলি দে, সাইফা তাসনিম, সাদিয়া নাসির, তাহিয়া সুলতানা ও সামিয়া নওরীন।

এছাড়া অর্থ সম্পাদক দেলোয়ার হোসাইন, দপ্তর সম্পাদক ফাহিম আবরার সায়ীদ, প্রচার সম্পাদক আশরাফুল ইসলাম মহিন, ক্রীড়া সম্পাদক আবরার হোসেন তোরাব, আইন বিষয়ক সম্পাদক সিদ্দিক আলী তুষার, ধর্ম বিষয়ক সম্পাদক আরাফাত, সংস্কৃতি বিষয়ক সম্পাদক শামসুর মনোয়ার মামুন, ছাত্র বিষয়ক সম্পাদক ফাহিম আল মাহফুজ এবং পরিকল্পনা ও কর্মসূচি বিষয়ক সম্পাদক ইউনুস কুতুবী

নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইমতিয়াজ উদ্দিন তওসিফ বলেন, আমরা বিশ্বাস করি—সমন্বিত উদ্যোগ, পারস্পরিক সহযোগিতা এবং দায়িত্বশীল নেতৃত্বই আমাদের জেলার শিক্ষার্থীদের কল্যাণ ও অগ্রগতির পথকে আরও দৃঢ় করবে। নতুন কমিটি সেই লক্ষ্যকে সামনে রেখে একটি সক্রিয়, পরিকল্পিত ও সেবামুখী সংগঠন হিসেবে কাজ করে যেতে বদ্ধপরিকর।

নবনির্বাচিত সভাপতি শিহাব শারার হিমেল বলেন , আপনাদের বিশ্বাস, আস্থা ও ভালোবাসাই আমার দায়িত্বপালনের প্রধান অনুপ্রেরণা।এই সংগঠনকে আরও শক্তিশালী ও যুগোপযোগী করে গড়ে তুলতে আমাদের সবাইকে সহযোগিতা, একতা ও দায়িত্ববোধের ভিত্তিতে একসাথে কাজ করতে হবে। সম্মিলিত প্রচেষ্টা ও সুসংগঠিত পরিকল্পনার মাধ্যমেই কক্সবাজার জেলা কল্যাণ সমিতিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি সেবামুখী, গতিশীল ও আদর্শ সংগঠন হিসেবে এগিয়ে নিতে আমরা বদ্ধপরিকর।

এছাড়া বৃহস্পতিবার দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের টিএসসির হলরুমে সংগঠনটির নবীন শিক্ষার্থীদের বরণ ও প্রবীণ শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এসময় নবীন শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ এবং বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক দেওয়া হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version