ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:
দেশিয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্য নিয়ে নীলফামারী জেলার ডিমলা উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)–এর সহযোগিতায় এ প্রদর্শনীর আয়োজন করা হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মদন কুমার রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান ফিতা কেটে মেলার উদ্বোধন করেন।
পরে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন এবং আলোচনা সভায় অংশ নেন। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা খামারিরা সৌখিন পাখি ও বিভিন্ন প্রাণী দিয়ে আকর্ষণীয় স্টল সাজান। প্রদর্শনীতে গরু, ছাগল, হাঁস-মুরগি, কবুতরসহ নানা ধরনের পশুপাখি প্রদর্শিত হয়। পাশাপাশি আধুনিক খামার ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ, উন্নত জাতের বাছুর, দুগ্ধজাত পণ্য ও প্রযুক্তিনির্ভর পশুপালন সম্পর্কিত তথ্যসমৃদ্ধ স্টল ছিল বিশেষ আকর্ষণ। দর্শনার্থীদের জন্য চলতে থাকে উন্নয়নমূলক ভিডিও প্রদর্শনী, যেখানে প্রাণিসম্পদ খাতের অগ্রগতি ও সরকারের বিভিন্ন সহায়তা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মো. রাশেদুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শওকত কবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসরাফ হোসেন, ভেটেরিনারি সার্জন ডা. মো. আসাদুজ্জামান, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. বায়েজিদ খন্দকার, ডিমলা সদর ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান আবু তালেবসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সাধারণ মানুষ। সকাল থেকেই মেলা প্রাঙ্গণে ছিল শিক্ষার্থী, শিশু ও দর্শনার্থীদের ভিড়—মেলা পুরো এলাকা উৎসবমুখর করে তোলে।
বক্তারা বলেন, গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে ক্ষুদ্র উদ্যোক্তা তৈরির বিকল্প নেই, আর প্রাণিসম্পদ খাত এ ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে। খামারিরা বিশেষজ্ঞদের কাছ থেকে রোগ প্রতিরোধ, খাদ্যব্যবস্থাপনা, সঠিক পালনপদ্ধতি ও আর্থিক সহায়তা সম্পর্কে পরামর্শ নেন।


