নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মদন পৌরশহরে মহিউদ্দিন মার্কেটের কাপড়ের পট্টিতে বুধবার সকালে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে মার্কেটের অন্তত ২৫টি দোকান পুড়ে গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ (বুধবার) সকালে মার্কেটের কাপড়ের পট্টির একটি দোকান থেকে আগুনের সুত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয়রা নেভানোর চেষ্টা চালায়। পরে খবর পেয়ে মদর ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে মার্কেটের ২৫টি কাপড়ের দোকান পুড়ে গেছে। তবে, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি।
এ বিষয়ে মদন থানার ওসি মো. শামছুল আলম শাহ জানান, মদন পৌরসভাধীন মহিউদ্দিন মার্কেটে আগুনের খবর পেয়ে ঘটনা আমরা ঘটনাস্থলে এসেছি এবং ফায়ার সার্ভিসসহ অন্যান্য ফোর্সও এখানে এসেছে। বর্তমানে নিয়ন্ত্রণে এসেছে আগুন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ক্ষয়-ক্ষতির পরিমান এবং কিভাবে আগুন লেগেছে পরর্বতীতে আমরা জানতে পারবো বলে জানান তিনি।


