দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনায় চাঁদা না দেয়ায় আলোচিত নূর মোহাম্মদ হত্যাকান্ডের বিচার ও ভুক্তভোগী পরিবারের নিরাপত্তার দাবিতে সংবাদ সন্মেলন হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে নেত্রকোনা সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের জামাটি গ্রামে নিহতের নিজ বাড়িতে এই সংবাদ সন্মেলন করে নিহতের পরিবারবর্গ। 

এ সময় মামলার বাদী নিহতের বাবা মো. মোফাজ্জল হোসেন, চাচা রফিক মিয়া, মা মনোয়ারা আক্তার, অন্তঃস্বত্ত্বা স্ত্রী তানজিন আক্তারসহ অন্যরা সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন।

সংবাদ সন্মেলনে নিহতের পরিবার ও স্বজনেরা জানান, দাবিকৃত চাঁদা না দেয়ায় বাড়িতে হামলা চালিয়ে ধারালো অস্ত্রের আঘাতে নূর মোহাম্মদকে হত্যা করে অভিযুক্ত মাতু মিয়া, মঈজ উদ্দিন, আসিফ, শানু মিয়াসহ অন্যরা। এ ঘটনায় আহত নিহতের মা-বাবা, চাচাসহ কয়েকজন। ঘটনার পর মামলা দায়েরের পর কয়েকজন আসামি গ্রেপ্তার হলেও তারা জামিনের হয়ে বিবাদীপক্ষ এখনও উপর্যুপরি মামলা ও হামলার হুমকি-ধামকি দিয়ে আসছে। তাই জীবনের নিরাপত্তা ও সংঘঠিত হত্যাকান্ডের বিচার দাবি জানান ভুক্তভোগী পরিবারবর্গ।

এ সংবাদ সম্মেলনে এলাকার শতাধিকের বেশি এলাকাবাসী ও জেলা কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version