নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়ায় নাগরিক স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সিভিল সোসাইটির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরাম। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হল কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এর আয়োজন করে উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরাম। সহযোগিতা করে স্বাবলম্বী উন্নয়ন সমিতি ও বাংলাদেশ হেলথ ওয়াচ।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার। তিনি বলেন, “উপজেলা পর্যায়ে স্বাস্থ্য সচেতনতা ও স্বাস্থ্য অধিকার রক্ষা-সংক্রান্ত যে উদ্যোগ ফোরাম গ্রহণ করছে, উপজেলা প্রশাসন সবসময় তার সঙ্গে থাকবে।”
সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি মো. রইছ উদ্দিন মাস্টার। পরিচালনা করেন সাধারণ সম্পাদক রাখাল বিশ্বাস।
অনুষ্ঠানে বক্তব্য দেন স্বাবলম্বী উন্নয়ন সমিতির ব্যবস্থাপক কোহিনূর বেগম, উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সহ-সভাপতি মো. কাঞ্চন মিয়া, কানিজ সুলতানা মিতু, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম, মিডিয়া ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্ব শর্মা, জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সভাপতি সালাহউদ্দিন সালাম, বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম, অবসরপ্রাপ্ত শিক্ষক মহিউদ্দিন আহমেদ, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আবুল হাশেম।
এ ছাড়া স্বাস্থ্য অধিকার ফোরাম, যুব ফোরাম ও বিভিন্ন সিভিল সোসাইটি সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক ও মানবাধিকারকর্মীরা মতবিনিময়ে অংশ নেন।


