টাঙ্গাইল প্রতিনিধিঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীকে বিজয়ী করার লক্ষে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা বিএনপি এক বর্ধিত সভা করেছে।
মঙ্গলবার ২৫ নভেম্বর সকালে নাগরপুর উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত বর্ধিত সভাটি উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহাম্মেদ আলী রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি’র সঞ্চালনায় উপস্থিত ছিলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে টাংগাইল- ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের বিএনপি’র বিএনপি মনোনীত প্রার্থী মো. রবিউল আওয়াল লাভলু। এ সময় আরো উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলায় বিএনপি, ইউনিয়ন বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকগণ।
এসময় বিএনপি মনোনীত প্রার্থী রবিউল আওয়াল লাভলু কে কিভাবে বিপুল ভোটে বিজয়ী করা যায় এবং সাংগঠনিক কর্মকান্ডকে কিভাবে গতিশীল করা যায় এসব বিষয় নিয়ে রুদ্ধদ্বার সভা অনুষ্ঠিত হয়েছে।


