রিয়াদ ইসলাম, জলঢাকা:
নীলফামারীর জলঢাকা উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নে অনাথ ও প্রতিবন্ধী অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত ২৩ নভেম্বর বিকেল ৩ টায় ইউনিয়ন পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, মীরগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ, পুলিশ পরিদর্শক (নিঃ) রাজু সরকার এবং ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মোকছেদুর রহমান।
এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এই মানবিক কর্মসূচিতে অংশ নেন। অতিথিরা বলেন, শীতের সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব। সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা এগিয়ে এলে এ ধরনের উদ্যোগ আরও বিস্তৃতভাবে বাস্তবায়ন সম্ভব।
পরিবাবু (পরিতোষ) এর ব্যক্তিগত উদ্যোগে মোট ১০০টি কম্বল অনাথ ও প্রতিবন্ধীদের হাতে তুলে দেওয়া হয়। শীতের শুরুতেই এমন মানবিক সহায়তায় এলাকার মানুষ সন্তোষ প্রকাশ করেন। স্থানীয়রা বলেন,এ সাহায্য কষ্টে থাকা মানুষের জন্য অনেকটা স্বস্তি বয়ে আনবে এবং মানবিকতার এই কার্যক্রম সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে।


