দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মধুপুর বাজারে জমি-সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে এক পরিবারের ওপর হামলা ও হুমকির অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে বাজারের সাধারণ ব্যবসায়ী, এলাকাবাসী ও ভুক্তভোগী পক্ষ সোমবার দুপুরে বিরোধপূর্ণ জায়গার সামনে মানববন্ধন করেছে। বিষয়টি নিয়ে আব্দুল মান্নান ওরফে মন্নাছ (৫৬) বলেন, আমার পৈত্রিক সম্পত্ত্বি নিয়ে আব্দুল লতিফ ভূইয়ার ছেলে জামাল ভূইঁয়ার সাথে বিরোধ ছিল।

জামাল ভূইঁয়া ২০২১ সনে ঈশ্বরগঞ্জ বিজ্ঞ সহকারী জজ আদালতে একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে বিজ্ঞ আদালত তার আবেদন খারিজ করে আমাদের পক্ষে রায় প্রদান করে। রায়ের পরও আমার পৈত্রিক সম্পত্ত্বি বেদখল করার চেষ্টা অব্যাহত রেখেছে। এতে জলন্ত আগুনে ঘি ঢালছেন পার্শ্ববর্তী নান্দাইল উপজেলার আশরাফ উদ্দিন আকন্দ ও মতি মিয়াসহ তাদের লোকজন। এই জমিতে যাদের নুন্যতম সম্পর্ক নেই।

প্রতিনিয়ত তারা ভয়ভীতি প্রদর্শনসহ মেরে ফেলার হুমকি দিয়ে যাচ্ছে। বিষয়টি নিয়ে ৪নভেম্বর ঈশ্বরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরীও করা হয়েছে। তবুও তাদের হুমকী থামছে না। এখন আমরা নিরাপত্তাহীন অবস্থায় দিন কাটাচ্ছি। মানববন্ধনে উপস্থিত লোকজন বলেন, প্রতিপক্ষরা বারবার জমিতে জোরপূর্বক প্রবেশের চেষ্টা করছে এবং এর প্রতিবাদ করলেই ভয়ভীতিসহ হামলার হুমকি দিচ্ছে।

স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টাও ব্যর্থ হয়েছে পরিবারটি বাধ্য হয়ে মানববন্ধন করছে। আমরা তার পাশে দাঁড়িয়েছি। আমরা চাই ভুক্তভোগী পরিবার সম্পূর্ণ নিরাপত্তার সাথে নিশ্চন্ত মনে বসবাস করুক। তাদের পৈত্রিক সম্পত্ত্বি তারা বুঝে পাক। এখানে আইনশৃঙ্খলার কোন প্রকার অবনতি না ঘটুক। আমরা ভুক্তভোগী পরিবারকে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জমি বিরোধের স্থায়ী সমাধানের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, মানববন্ধনের বিষয়টি নিয়ে বিট অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version