নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা:
২০২৫ সালের ২১ নভেম্বর শুক্রবার বিকেলে টাঙ্গাইলের সখিপুর উপজেলার সৌখিন মোড়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সখিপুর উপজেলা শাখার উদ্যোগে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলার সহকারী সেক্রেটারি ও টাঙ্গাইল–৮ আসনের মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা শফিকুল ইসলাম খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী এডভোকেট সরকার কবির উদ্দিন, সখিপুর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আল আমিন, সখিপুর পৌরসভা আমির হাফেজ মাওলানা রফিকুল ইসলাম, সাবেক সভাপতি মোঃ আব্দুল মান্নান এবং সখিপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ আব্দুল খালেক সরকার। পথ সভায় বক্তারা আসন্ন নির্বাচনে সংগঠনের প্রার্থীকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং অনুষ্ঠানে জামায়াতে ইসলামীসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


