নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার পূর্বধলা উপজেলায় আর্ত–মানবতার সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়েছে। স্থানীয় মানুষের ভিড়ে মুখর ছিল পুরো মেডিকেল সেন্টার। নেত্রকোনা-৫ আসনে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আবু তাহের তালুকদার উদ্যোগে এবং ড্যাবের সহযোগিতায় পূর্বধলার মৌদাম বাজার কান্দাপাড়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় সকাল থেকেই শুরু হয় ফ্রি মেডিকেল ক্যাম্প।
শুক্রবার (২১ নভেম্বর) শুক্রবার সকাল থেকে সারাদিনব্যাপী চলে এ ফ্রি মেডিকেল কম্পের কার্যক্রম।
বিভিন্ন বয়সের নারী-পুরুষ ভিড় করেন ক্যাম্পে। চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে দেওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা। ক্যাম্পের সার্বিক সহযোগিতায় ছিলেন নেত্রকোনা জেলার সাবেক তিন বারের সাধারণ সম্পাদক ও পূর্বধলা উপজেলা বিএনপির আহবায়ক এবং নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী মো. আলহাজ্ব আবু তাহের তালুকদার।
এরআগে এমনভাবে কখনো কেউ আমাদের পাশে দাঁড়ায়নি। আমরা গরিব মানুষ-ফ্রি চিকিৎসা আর ওষুধ পেয়ে খুবই উপকার হলো। এমন কার্যক্রম নিয়মিত হলে আরও ভালো হবে বলে জানান চিকিৎসা নিতে আসা এলাকার স্থানীয় জন সাধারণ।
এ উদ্যোগে অংশ নেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও নেত্রকোনা সদর হাসপাতালের চিকিৎসকবৃন্দ। চিকিৎসকরাও জানান- মানবিক বিবেচনায় এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ধানের শীষের মনোনীত প্রার্থী মো. আলহাজ্ব আবু তাহের তালুকদার বলেন, আর্ত-মানবতার সেবায়’ ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু করেছি। মানবতার সেবা করাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য। অতীতের বাধা কাটিয়ে এখন আবার মানুষের পাশে দাঁড়িয়ে কাজ চালিয়ে যেতে চাই।
দিনব্যাপী অনুষ্ঠিত এ ফ্রি মেডিকেল ক্যাম্পে ৩০ জন ডাক্তার থেকে শত শত মানুষ চিকিৎসা সেবা নেন। আয়োজকেরা জানান, আগামীতেও এ ধরনের সামাজিক উদ্যোগ অব্যাহত রাখার পরিকল্পনা তাদের রয়েছে।


