ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর ডিমলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শিশুসহ একই পরিবারের তিনজন প্রান হারিয়েছেন। বুধবার (১৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে ডালিয়া–তালতলা সড়কের ডালিয়া এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ঝুনাগাছ চাপানী ইউনিয়নের ছাতুনামা এলাকার সোনা উল্লাহর ছেলে আশরাফুল ইসলাম, ও তার স্ত্রী এবং ৫ বছরের শিশুপুত্রসহ স্থানীয় বাজার থেকে অটোরিকশায় ভাগ্নির বাড়ি যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দম্পতির মৃত্যু হয়। 
পরে অটোরিকশায় থাকা তাদের পাঁচ বছরের শিশু সন্তান মারাত্মক আহত হলে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রংপুর সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় সেখানে তার মৃত্যু হয়। এতে আরো কয়েকজন গুরুতর ভাবে আহত হয়ে মেডিকেলে ভর্তি আছে। দুর্ঘটনার পরপরই ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও স্থানীয়রা ট্রাকটি আটক করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ শুরু করে। ডিমলা থানার (ওসি) মো: ফজলে এলাহি বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান আছে।