নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির ২০২৫–২০২৮ মেয়াদের নবগঠিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে নতুন নেতৃত্বকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব দেওয়া হয়।
বাট্টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এখলাছ উদ্দিন ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার।
তিনি বলেন, প্রাথমিক শিক্ষা একটি জাতির মেরুদণ্ড। শিক্ষকদের দক্ষতা, দায়িত্বশীলতা ও সমন্বয়ের মাধ্যমেই মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সম্ভব। শিক্ষক সমিতি এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মাহমুদুর রহমান ভূঞা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আফতাব উদ্দিন, সহকারী শিক্ষা অফিসার আব্দুছ ছবুর মিয়া, মোহাম্মদ আবুল কাশেম, ইউআরসি ইনস্ট্রাক্টর মোহাম্মদ আসাদুজ্জামান, কেন্দুয়া প্রেসক্লাব সভাপতি ও পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সেকুল ইসলাম খান, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সহকারী শিক্ষক মো. লাইমুন হোসেন ভূঞা।
এছাড়া আরও বক্তব্য দেন- সমিতির সিনিয়র সদস্য প্রধান শিক্ষক হাবিবুর রহমান মোসলেম, সহ-সভাপতি প্রধান শিক্ষক মোতাহার হোসেন, সহকারী শিক্ষক মাহবুবুল ইসলাম, যুগ্ম সম্পাদক প্রধান শিক্ষক মোহাম্মদ জহিরুল ইসলাম, সজল কুমার সরকার, সাংগঠনিক সম্পাদক প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম আয়নাল, সহ-সাংগঠনিক সম্পাদক সহকারী শিক্ষক মো. আব্দুল্লাহ, অর্থ সম্পাদক সহকারী শিক্ষক শওকত হায়াত, মহিলা বিষয়ক সম্পাদক প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) হাসিনা কুমকুমসহ অনেকে।
অনুষ্ঠানে উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌরসভার সভাপতি–সাধারণ সম্পাদকসহ মোট ১১১ জন প্রতিনিধির পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।
পরিশেষে উপজেলা কমিটির সদস্য ও পুরাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত শিল্পী সুসেন চন্দ্র সাহা রায়ের নেতৃত্বে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।


