দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নিজস্ব প্রতিবেদক: বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের যোগ্য সকল প্রভাষককে সহকারি অধ্যাপক পদে পদোন্নতিসহ তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতি পালন করেছেন নেত্রকোনা সরকারি কলেজের প্রভাষকরা। তাদের এ কর্মসূচির সাথে একাত্মতা পোষন করেন একই কলেজের জৈষ্ঠ্য শিক্ষকবৃন্দসহ শিক্ষক সমাজের নেতৃবৃন্দ।

শিক্ষকদের দাবি, বিগত ১৩ বছর যাবৎ ৩২ থেকে ৩৭তম ব্যাচের যোগ্য প্রভাষকরা সহকারি অধ্যাপক পদে পদোন্নতি পাচ্ছেন না। এতে করে অন্য ক্যাডারদের সাথে শিক্ষা ক্যাডারদের চরম বৈষম্য দেখা দিয়েছে। দাবি না মানা পর্যন্ত ক্লাসে ফিরে যাবেন না আন্দোলনরত প্রভাষকরা।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল থেকে ‌‌‌’No Promotion No Work’ এই প্রতিপাদ্যে কলেজের প্রশাসনিক ভবনের সামনে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালন করেন তারা।

এসময় বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদ নেত্রকোনা সরকারি কলেজ শাখার যুগ্ম-আহব্বয়ক প্রভাষক তানিয়া আহমেদ উমা তিনি কর্মবিরতি পালনের তিন দফা দাবি তোলে ধরেন।

তিন দফার দাবির মধ্যে রয়েছে- শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক পদোন্নতি বঞ্চিত যোগ্য ৩২ থেকে ৩৭তম ব্যাচের প্রভাষকদের সহকারি অধ্যাপক পদে ভূতাপেক্ষ পদোন্নতির প্রজ্ঞাপন জারি, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক দ্রুত মামলা নিস্পত্তির ব্যবস্থা এবং শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত ২০০০ বিধির কলেজ সমূহের জাতীয়করণের তারিখ হতে ক্যাডারভুক্তির নিয়মিতকরণের অবৈধ ৫৭টি প্রজ্ঞাপনসমূহ বাতিল করতে হবে।

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদ নেত্রকোনা সরকারি কলেজ শাখার সদস্য সচিব প্রভাষক মিজানুর রহমান বলেন, আমাদের চাকুরির বয়স নয় বছর অতিবাহিত হয়েছে। আমরা তিন দফার দাবিতে আন্দোলন করছি। শুধু নেত্রকোনা সরকারি কলেজ নয়, সারা বাংলাদেশের সব সরকারি কলেজের প্রভাষকবৃন্দ ৩২ থেকে ৩৭তম ব্যাচের যোগ্য সকলের ভূতাপেক্ষি পদোন্নতির দাবিতে মূলত আমাদের এই আন্দোলন।

একই পরিষদের আহব্বায়ক ও বাংলা বিভাগের প্রভাষক সুলতান মাহমুদ জানান, ৩২ থেকে ৩৭তম ব্যাচের যোগ্য সকলের পদোন্নতি চাই। ১২-১৩ বছর যাবত আমরা এন্ট্রি পদে বহাল আছি। শিক্ষা মন্ত্রণালয় ২০০০ বিধিকে পাশ কাটিয়ে ৫৭টি আদেশ জারি করেছে। যেগুলো আমাদের স্বার্থ বিরোধী এবং মামলা করে বিভিন্নভাবে আমাদেরকে হেনস্থা ও এই সমস্ত ফাঁক ফোকর দিয়ে আমাদেরকে আটকিয়ে রাখছে। আমাদের দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে, পেছনে ফিরে যাবার রাস্তা নেই। এখন থেকে আমরা ক্লাশ বর্জন করছি, ‘No Promotion No Work’ এই শিরোনামে আমাদের আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি।

ভবিষ্যতে এই আন্দোলনকে আরো কঠোর পর্যায়ে নিয়ে যাবার পরিকল্পনা ও হুশিয়ারি দিয়ে সুলতান মাহমুদ আরো বলেন, শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে ঠিকই। আমরাও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন এবং পারিবারিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছি। আমাদের সম বয়সি অন্যান্য ক্যাডারের যারা আছেন, তারা ইতোমধ্যে দুইটি পদোন্নতি পেয়ে গেছে। আমরা এখনো এন্ট্রি পদে বহাল আছি। সরকারের প্রধান যিনি তিনিও একজন শিক্ষক এবং শিক্ষা উপদেষ্টা তিনিও একজন শিক্ষক। আমাদের দাবিগুলো মেনে নিয়ে আমাদেরকে কর্মে যাওয়ার জন্য আশ্বস্থ করবেন। আন্দোলনকে বেগবান করতে প্রয়োজনে আমরা রাস্তা নামতে বাধ্য হবেন বলে জানান তিনি।

আন্দোলনরত প্রভাষকবৃন্দের দাবির প্রতি সহমত ও সমর্থন পোষন করেছেন বিসিএস সাধারণ শিক্ষা এসোসিয়নের নেত্রকোনা শাখার নেতৃবৃন্দ।

এই এসোসিয়নের নেত্রকোনা শাখা সাধারণ সম্পাদক ও অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক জিয়াউল কবীর বলেন, ৩২তম বিসিএসের প্রভাষকরা ইতোমধ্যে তের বছর অতিক্রম করেছে। এই সময়ে তাদের পদোন্নতি অত্যন্ত যোগ্য ও মানবিক। পদোন্নতি না পাওয়ায় একদিকে আর্থিকভাবে, অন্যদিকে সামাজিভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। অতি দ্রুত দাবি পূরণ করে তাদেরকে কাজে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় উদ্যেগ গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোরালো দাবি জানান তিনি।

তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে নেত্রকোনা সরকারি কলেজের বিভিন্ন বিভাগে কর্মরত প্রভাষকবৃন্দ কলেজের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে কর্ম বিরতি পালন করেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version