দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়ার পাইকুড়া বাজারে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প। শুক্রবার (১৪ নভেম্বর ২০২৫) পাইকুড়া মূহিয়ে ইসলাম দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ সেবা কার্যক্রমের উদ্যোগ নেয় অধ্যক্ষ মাওলানা আবদুস সোবহান স্মৃতি ফাউন্ডেশন।

মাওলানা আবদুস সোবহান সাহেবের স্মরণে তাঁর ছেলে, ব্রিগেডিয়ার জেনারেল ও বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ডা. আব্দুল আজিজ খান এই চিকিৎসা ক্যাম্পের আয়োজন করেন।

তিনি বলেন, “প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় বিশেষজ্ঞ চিকিৎসা পৌঁছে দেওয়াই আমাদের উদ্দেশ্য। কেন্দুয়ার স্বাস্থ্যসেবায় আমি কিছু কাজ করেছি, সামনে আরও ব্যাপকভাবে কাজ করার পরিকল্পনা রয়েছে।”

ক্যাম্পের উদ্বোধন করেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা গোল চাহেরা আক্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. বদরুল ইসলাম।

অতিথি হিসেবে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নাঈম হাসান (নয়ন), উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইউনুস রহমান, পাইকুড়া মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা বাদরুল আলম, কলেজ শিক্ষক তিজল ইসলাম (অব.), ইউএস-বাংলা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. সাবিহা শিমুল এবং ফাউন্ডেশনের যুগ্ম-সম্পাদক মেজর নাফিস ইরতিজা ইসলাম নীলয়।

এ ছাড়া মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি শরীফুল আজম মানিকও অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে ।

সকালে ক্যাম্প শুরু হওয়ার পর থেকেই আশপাশের গ্রামগুলোর মানুষ চিকিৎসা নিতে ভিড় জমাতে থাকেন। নারী-পুরুষ, শিশু এবং প্রবীণ- সব বয়সের মানুষের উপস্থিতিতে ক্যাম্পস্থলে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

ক্যাম্পে মেডিসিন, সার্জারি, শিশুরোগ, স্ত্রীরোগ ও প্রসূতি, চর্মরোগ, নাক-কান-গলা ও মনোরোগ- এসব বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকেরা সেবা প্রদান করেন। প্রতিটি রোগীকে পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি বিনামূল্যে চিকিৎসাপত্র ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।

আয়োজকেরা জানান, স্বল্পসুবিধাভোগী মানুষের কাছে মানসম্মত চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের মানবসেবা কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

এক স্থানীয় বাসিন্দা বলেন, এলাকায় বিশেষজ্ঞ চিকিৎসক পাওয়া কঠিন। আজ বিনা খরচে চিকিৎসা পেয়ে আমরা খুবই উপকৃত হয়েছি।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version