দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বেচ্ছাসেবী পরিবেশেবাদী সংগঠন গ্রীন ভয়েসে নবীনবরণ ও পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার(১০ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল একাডেমিক ভবনের গগণ হরকরা গ্যালারিতে এটি অনুষ্ঠিত হয়। এসময় নবীন সদস্যদের ফুল ও বিভিন্ন ধরনের গাছ দিয়ে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে গ্রীন ভয়েসের সভাপতি ইমতিয়াজ আহাম্মেদ ইমনের সভাপতিত্বে সংগঠনটির উপদেষ্টা গণিত বিভাগের অধ্যাপক ড. আব্দুল আল মোহিত, আইন বিভাগের অধ্যাপক ড. আরমিন খাতুন, জিওগ্রাফি এন্ড এনভায়রনমেন্টাল সাইন্স বিভাগের সহকারী অধ্যাপক আনিসুল কবীর উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি ছিলেন বাপা সাধারণ সম্পাদক ও প্রধান সমন্বয়ক গ্রীন ভয়েস আলমগীর কবির । সাবেক সভাপতি গ্রীন ভয়েস ইবি শাখা ও ইবি শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এস এম সুইট ।সহ-সমন্বয়ক কেন্দ্রীয় কমিটি গ্রীন ভয়েস ও সমন্বয়ক খুলনা বিভাগীয় সমন্বয়ক আরিফুর রহমান।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন নাসিম আলী ও অদিতি সরকার।

সংগঠনটির সভাপতি ইমতিয়াজ আহাম্মেদ ইমন বলেন, “আজকের এই দিনটি গ্রীন ভয়েস পরিবারের জন্য একটি আনন্দঘন দিন। আমরা আজ নতুন কিছু মুখ, নতুন কিছু উদ্যম, নতুন কিছু স্বপ্নকে আমাদের সঙ্গে যুক্ত করছি। তাদের আগমনে আমাদের পরিবার আরও বড় ও প্রাণবন্ত হয়ে উঠেছে। গ্রীন ভয়েস জন্মলগ্ন থেকেই পরিবেশ সচেতনতা, মানবিকতা ও ইতিবাচক সামাজিক পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি ছোট একটি উদ্যোগও বড় পরিবর্তনের সূচনা করতে পারে। ”

সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক আনিসুল কবীর বলেন,“আমরা প্রকৃতির রক্ষার আইনগুলো নিজে জানবো, মেনে চলবো এবং অপরকে সচেতন করবো। দেশে ২৫ শতাংশ গাছপালা থাকা প্রয়োজন হলেও আমাদের দেশে ১০ শতাংশের বেশি নয়। আমাদের সকলের দায়িত্ব আমাদের বসতবাড়ির আশেপাশে পরিকল্পনামাফিক গাছ লাগানো। দেশকে ভালো রাখতে হলে আমাদের পরিবেশকে আগে ঠিক রাখতে হবে।”

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version